রংপুরে আওয়ামী লীগের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রংপুরের কাচারি বাজার রোডে জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাসে আগুন দিয়ে কত মানুষ পুড়িয়ে মেরেছে। এরা কি মানুষের জাত? মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর ক্ষমতার বাইরে গেলে ধবংসযজ্ঞ চালায়। রাস্তা কেটে দিয়েছে, রাস্তার পাশে গাছ কেটে দিয়েছে। আর পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এরা মানুষের কল্যাণ করতে জানে না।
সরকারপ্রধান বলেন, আমি খালি হাতে আসিনি। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। বেশকিছু প্রকল্প উদ্বোধন করেছি। যাতে প্রত্যেকটা উন্নয়ন ত্বরান্বিত হয় তার ব্যবস্থা করেছি।
রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়; তাই উপস্থিত সবার কাছে নৌকায় ভোট চান।
প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজেই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনারা সেবা করার সুযোগ দিবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই।
তিনি বলেন- বাংলাদেশের জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল, হত্যা, অপরাজনীতি, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছিল। বাবা-মা-ভাই হারিয়ে আমরা দুটি বোন বিদেশে ছিলাম। ১৯৮১ সালে বাংলাদেশে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। বাংলাদেশে এসে এই রংপুর বিভাগে বলতে গেলে প্রতিটি জেলা এবং প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরেছি, দেখেছি মানুষের হাহাকার। আমি শত বাধা অতিক্রম করে বাংলার মাটিতে ফিরে এসেছি। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
মন্তব্য করুন