নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন নাটোরে কর্মরত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য সমাবেশ চলছিল। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার (প্রকল্পভুক্ত) ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী/কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালাগাল করে। যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক।

আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজাররা বিধিবিধান বহির্ভূতভাবে মাউশির অধিনস্ত বিভিন্ন দপ্তরের সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য বিধি সম্মত গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য অবৈধভাবে চেষ্টা তদবীর করছে এবং কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে। আমরা তাদের এই অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

তারা আরও বলেন, সব মাধ্যমিক বিদ্যালদের ওপর হামলার সঙ্গে জড়িত মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমকি সুপারভাইজার (প্রকল্পভুক্ত) এবং তাদের ভাড়াকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক শ্যামলী বেগম রাজু আহমেদ শাহেনশা প্রমুখ।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব কালো চক্রান্ত থেকে রক্ষা করার মালিক আল্লাহ : আরএস ফাহিম

রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তপশিল : আখতার আহমেদ 

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই : আইএসপিআর

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

১০

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

১১

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

১২

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

১৩

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

১৪

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

১৬

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১৭

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১৮

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

১৯

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

২০
X