বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শেরপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনির ঘটনায় পুড়িয়ে দেওয়া পিকআপ। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনির ঘটনায় পুড়িয়ে দেওয়া পিকআপ। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে আছির আলী প্রামাণিক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছির আলী উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত ফজল প্রামাণিকের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, সম্প্রতি শুবলী এলাকায় গরু, ভুট্টাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমনকি গত তিনদিন আগেও শালফা গ্রামের মকবুল হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া আগের দিন চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোরের দল পালিয়েছে। তাই চুরি রোধে এলাকায় রাত জেগে পাহারা বসানো হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত অনুমান ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়ার বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গাভি গরু চুরি করে একদল চোর। তারা গরুটি নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে ইটভাটা সংলগ্ন সড়কে নিয়ে পিকআপ গাড়িতে তুলছিল। এ সময় পাহারায় থাকা গ্রামবাসী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

পরে তাদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন বেড়িয়ে পড়েন। পাশাপাশি গরু চোরদের ধাওয়া করে। একপর্যায়ে চুরি করতে আসা চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও আছির আলী প্রামাণিক নামের একজনকে আটক করতে সক্ষম হয়। এরপর তাকে স্থানীয় শুবলী উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসী আছিরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় গ্রামবাসী জানান, দিনের পর দিন শুবলীসহ আশেপাশের গ্রামে চুরি হচ্ছে। কৃষকের সম্পদ গরু। এটা বেহাত হয়ে হলে তারা নিঃস্ব হয়ে যায়। তাই গ্রামবাসী রাত জেগে পাহারা দেন। কিন্তু ঘটনার রাতে চুরি করতে এসে আছির আলী নামের একজন চোর ধরা পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শেরপুর থানার দায়িত্বে থাকা এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে আছির আলী প্রামাণিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, নিহত আছির আলীর নামে একাধিক গরু চুরির মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১০

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১১

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১২

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৪

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৫

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৬

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৮

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৯

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

২০
X