বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম

আহত যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী। ছবি : সংগৃহীত
আহত যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী। ছবি : সংগৃহীত

বগুড়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন।

মেহেদী হাসান বাপ্পী বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বগুড়া শহরের গন্ডগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাপ্পী তার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। ঠনঠনিয়া বটতলা এলাকায় পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে যাওয়া দুর্বৃত্তরা বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় বাপ্পীর সঙ্গে থাকা মিঠু ও মোমিন নামে যুবদলের দুই কর্মী আহত হন।

যুবদলের একটি সূত্র জানায়, গন্ডগ্রাম এলাকায় একটি টাইলস ফ্যাক্টরি থেকে তিন মাস পরপর পুরাতন বস্তা বিক্রি হয়। এত দিন পুরাতন বস্তা কেনাবেচা করতেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুরাতন বস্তা কেনাবেচার নিয়ন্ত্রণ নিতে যায় যুবদলের নেতাকর্মীরা। সেখানে বাপ্পীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় যুবদলের সুরুজ গ্রুপের নেতাকর্মীদের, যার পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটেছে।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন কাজ নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুরুজের সঙ্গে শহর যুবদলের সাবেক আহ্বায়ক বাপ্পীর দ্বন্দ্ব ছিল। এই নিয়ে গত ২১ আগস্ট সুরুজকে দল থেকে বহিষ্কার এবং বাপ্পীকে সতর্ক করা হয়েছিল। যারাই এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তা লালন জানান, বাপ্পীর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা এখন আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যুবদল নেতাসহ আহত বাকি দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকার শুল্ক কমানোর ঘোষণায় বাণিজ্য উপদেষ্টার প্রতিক্রিয়া

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে হত্যা

বারবার বিধ্বস্ত : এফ-৩৫ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

ফিলিস্তিনকে স্বীকৃতি, পাঁচ দেশের প্রশংসায় ইরাক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২

ইরানের আবাবিল ড্রোন : মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৫ প্রতিষ্ঠান

০১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চাঁদপুরে নদীভাঙন, ভিটামাটি হারানোর শঙ্কায় শতাধিক পরিবার

১০

১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১১

বাংলাদেশের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

১২

তেলবাহী ট্রাকের চাপায় ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ নিহত ২

১৩

স্বাস্থ্য পরামর্শ / গ্লুকোমিটারে রক্তের গ্লুকোজ পরিমাপের প্রয়োজনীয়তা ও পদ্ধতি

১৪

ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটল ভারত, রুশ তেল কেনা বন্ধ

১৫

খুলনায় ড্যাব-এর প্যানেল পরিচিতি সভা

১৬

টানা জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের

১৭

১৯টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ

১৮

ঢাকায় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ২২, এক সেনা কর্মকর্তা হেফাজতে

১৯

হাসপাতালে গিয়ে বদরুদ্দীন উমরের খোঁজ নিলেন নাহিদ

২০
X