কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিদের আটকের সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে টেকনাফ মডেল থানায় বিজিবির পক্ষ থেকে এ মামলা দায়ের করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন : মাদক ব্যবসায়ীদের তালিকা করছে সরকার
তিনি বলেন, টেকনাফ মাদক কারবারিদের আটকের সময় বিজিবি-স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির এক সদস্য বাদী হয়ে একটি মামলা করেন। এর মধ্যে সরকারি কাজে বাধা প্রদান ও হতাহতের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, মামলার এজাহারভুক্তসহ অজ্ঞাত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন