ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে ১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ছবি : কালবেলা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে ১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ছবি : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে ১২৫ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদের দুই পাড়ে অর্ধলক্ষাধিক নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে ওই এলাকাসহ আশপাশের কয়েক উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নৌকাবাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আরডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড শিকদার। বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোটবড় ১০টি নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার বোয়ালমারী উপজেলার তেলজুড়ি বাজার সংলগ্ন এলাকায় কুমার নদের দুই পাড়ে অর্ধলক্ষাধিক নারী-পুরুষ বিভিন্ন সাজে দাড়িয়ে নৌকা বাইচ উপভোগ করছেন। নৌকা বাইচ দেখতে অনেকেই নৌকা ও ট্রলার ভাড়া করে এই উৎসব উপভোগ করেছেন।

নৌকাবাইচ উপলক্ষে মেলায় মিষ্টির দোকান, ইলিশের দোকান, খেলনা ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়েছে দোকানিরা। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলের মেয়েদের জামাইরা বউ নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।

মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। মেলায় ঘুরে উপভোগ করছি। খুব আনন্দ লাগছে।

নৌকাবাইচ দেখতে আসা মাগুরা জেলার মোহাম্মদপুরের লক্ষ্মীপুর থেকে আসা গৃহবধূ শাহানারা বেগম বলেন, প্রতি বছরের এইদিনে কুমার নদে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা স্বামীর বাড়ি থেকে ছুটে আসি। মেয়েরা জামাই নিয়ে বাবার বাডিতে আসেন। প্রতিবারের মতো স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি।

মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, ৪৫ বছরের বেশি সময় ধরে এই নৌকাবাইচের মেলায় মিষ্টি বিক্রি করতে আসি। আবহাওয়া খারাপ হলেও বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। দোকানে রসগোল্লা, আমৃত্তি, দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টিসামগ্রী রয়েছে।

মেলায় আসা বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল জানান, নৌকাবাইচ ও মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোয়ালমারী থানা পুলিশের সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।

বাইচ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয়ী ৩টি নৌকার মালিকদের ফ্রিজ এবং এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব নৌকাকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়।

নৌকাবাইচ মেলা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আরডিড গ্রুপের এমডি আজিজুল আকিল ডেভিড সিকদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাবেক ছাত্রদলনেতা সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া। এ সময় বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল, ওসি (তদন্ত) মজিবুর রহমান ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

নারীর দাফন-কাফন ও জানাজার নিয়ম

ভিশনহীন কর্মী, করপোরেট খাতের নীরব ঝুঁকি

খালেদা জিয়ার মৃত্যুতে হেফাজতে ইসলামের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে চবিতে ক্লাস স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের শোক

বাঁশ ঝাড়ের নিচ মিলল কলেজ শিক্ষার্থীর মরদেহ

যুবদল নেতাকে হত্যা

খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

১০

খালেদা জিয়ার তিন আসনের নির্বাচন নিয়ে আইন কী বলছে

১১

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

১২

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল : ১২ দলীয় জোট 

১৩

খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে

১৪

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬ জন প্রার্থী

১৫

বিলিয়নিয়ারের তালিকায় বিয়ন্সে

১৬

রাজনীতিতে খালেদা জিয়ার অবদান মানুষ মনে রাখবে: মাশরাফী

১৭

কোন কোন বিশ্বনেতার সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া

১৮

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, সময় জানালেন প্রেস সচিব

১৯

খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের স্ট্যাটাস

২০
X