সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিসি বাস বন্ধ করে দিল বাস মালিকরা

জামালপুরে সরিষাবাড়ীতে (বিআরটিসি) এসি বাস চালু। ছবি : কালবেলা
জামালপুরে সরিষাবাড়ীতে (বিআরটিসি) এসি বাস চালু। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে (বিআরটিসি) এসি বাস উদ্বোধনের শুরুতেই যাত্রা বন্ধ করে দিয়েছে সরিষাবাড়ী বাস টার্মিনালের বাস মালিক সমিতি।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সুলভ মিডিয়া সেন্টার রেল স্টেশন এলাকা হতে তিনজন যাত্রী নিয়ে সরিষাবাড়ী টু ঢাকা কল্যাণপুরের উদ্দেশ্যে বিআরটিসি এসি বাসের যাত্রা ফিতা কেটে যাত্রা শুরু করে। বাস যাত্রাটির উদ্বোধন করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলাইমান হোসেন হরেক। এ সময় থানার ওসি চাঁদ মিয়াসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিআরটিসি বাসটি সুলভ মিডিয়া সেন্টার থেকে সরিষাবাড়ী বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বাস টার্মিনালের শ্রমিক ও মালিক সমিতি নেতারা বাসটির যাত্রা বন্ধ করে দেয়। পরে এ নিয়ে বাস টার্মিনালের বাস মালিক সমিতির নেতা, রাজনৈতিক নেতারাসহ পুলিশ প্রশাসন সমঝোতা বসেন। প্রায় দুই ঘণ্টা পর সমঝোতার মধ্য দিয়ে বাসটি ছেড়ে যায়। তবে বাস সার্ভিসটি চালু থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

সরিষাবাড়ি বাস টার্মিনালের বাস মালিক তারা মিয়া বলেন, সরিষাবাড়ীতে যারা (বিআরটিসি) এসি বাস চালু করার উদ্যোগ নিয়েছেন। তারা বাস চালু করার বিষয়ে বা পূর্বে সরিষাবাড়ী বাস টার্মিনালের বাস মালিক সমিতির সাথে কোনো সমন্বয় বা অনুমতি নেননি।

এছাড়াও সরিষাবাড়ীতে ১৭টি বাস চলমান রয়েছে। আমরা বাস মালিকরা এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত। যদি এই বাসটি সরিষাবাড়ি হতে নিয়মিত চলাচল করে, তাহলে আমাদের যাত্রী আরও কমে যাবে। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। তাই পরিবহন মালিক সমিতিসহ বিআরটিসি বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরিষাবাড়ী উপজেলা পর্যায়ে এই বাস সার্ভিসটি বন্ধের জোর দাবি জানান তিনি।

এছাড়াও বাস মালিক পলাশ পাল জানান, সরিষাবাড়ী বাস টার্মিনালে মালিক ও শ্রমিক মিলে প্রায় ৩০০ জন লোকের কর্মসংস্থান রয়েছে। এর সঙ্গে তাদের পরিবারও রয়েছে। যদি এই (বিআরটিসি) এসি বাস সরিষাবাড়ী হতে ঢাকায় চলাচল করে। তাহলে আমাদের যাত্রী আগের তুলনায় আরও অনেক কমে যাবে। এতে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবো। তাই বাসটি বন্ধের দাবি জানাচ্ছি। প্রয়োজনে আমরাই এসি বাস নামাবো। তবুও এই বিআরটিসি এসি বাস চলতে দেব না বলে জানান তিনি।

অপরদিকে (বিআরটিসি) এসি বাস সরিষাবাড়ীতে সার্ভিস চালু করা আবু সাঈদ আন্নু বলেন, আমাদের সরিষাবাড়ী বাস টার্মিনালের বাস সার্ভিস খুবই নিম্নমানের। এছাড়াও যাত্রী সেবা খুবই অপ্রতুল এবং হতাশা ব্যঞ্জন। তাই আমাদের মতো সমাজের কিছু মানুষের চাওয়া একটু স্বাচ্ছন্দে আরামে এবং স্বল্প সময় ঢাকায় যেতে চায়। সেই দিক লক্ষ্য করেই এই বিআরটি এসি বাস সার্ভিসটি চালু করতে চেয়েছিলাম। কিন্তু সরিষাবাড়ীবাসীর দুর্ভাগ্য বাস টার্মিনালের বাস মালিকরা নিজেদের স্বার্থন্বেষী চিন্তায় এই বাস সার্ভিসটি বন্ধ করে দিল।

এছাড়াও তিনি বলেন, আমি সরিষাবাড়ীবাসীর উদ্দেশ্যে বলতে চাই, (বিআরটিসি) এসি বাসে মোট ৪৫টি আসন রয়েছে। তারমধ্যে ১৫টি আসন সরিষাবাড়ির মানুষের জন্য। বাকি আসনগুলো অন্য এলাকার জন্য বরাদ্দ। প্রতিদিন ১৫ জন ব্যক্তি (বিআরটিসি) এসি বাসে চলাচল করলে সরিষাবাড়ী বাস টার্মিনালের বাস মালিকদের এমন কী ক্ষতি হবে। তারা কী আমাদের জিম্মি করে তাদের নন এসি লোকাল বাসে চলাচল করাতে চায়। তাদের এ আচরণ সাধারণ নাগরিকদের জিম্মি করার সমতুল্য বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, বাসটি উদ্বোধনী সময় আমি ছিলাম। পরে জানতে পারি সরিষাবাড়ী বাস টার্মিনালের শ্রমিক ও মালিকরা বাসটি যাত্রা বন্ধ করে দিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুনেছি সমঝোতার মধ্য দিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

১০

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

১১

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

১২

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১৪

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১৫

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১৬

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৮

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৯

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

২০
X