ছাত্রলীগ করা অবস্থায়ই সিরাজগঞ্জ ভূমি অফিসের এমএলএসএস পদে চাকরি পান সুমন রহমান ওরফে পীর সুমন। দীর্ঘ ১০ বছর ধরে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এই পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে সাধারণ সম্পাদক করায় জেলার রাজনৈতিক মহলে যখন চলছে আলোচনা-সমালোচনা ঠিক তখনই সরকারি ওই চাকরি থেকে পদত্যাগ করলেন সুমন রহমান।
জানা যায়, দীর্ঘ ১০ বছর পর গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমনকে সভাপতি ও সুমন রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন : সরকারি চাকরি করেও আ.লীগের দলীয় পদে প্রধান শিক্ষক
কমিটি ঘোষণার পরদিন মঙ্গলবার (১ আগস্ট) সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন সুমন রহমান।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান জানান, সুমন রহমান চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। বুধবার (২ আগস্ট) আবেদনটি ফরোয়ার্ড করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যেই তাকে অব্যাহতি দেওয়া হবে।
সুমন রহমানের দাবি, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রলীগ করতেন, তার ছোট ভাই বর্তমানে ছাত্রলীগ করছেন আর মা রয়েছেন মহিলা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এ অবস্থায় তাকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে জানান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস সুমন রহমানের একটি ইস্তফাপত্র পেয়েছি। খুব শিগগিরই এটি মঞ্জুর করা হবে।’
মন্তব্য করুন