ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরার ৯টি পূজামণ্ডপে পাহারায় থাকবে বিএনপি

পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা
পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা

৯টি পূজামণ্ডপে শুরু থেকে শেষ পর্যন্ত পাহারায় থাকবে বিএনপি। এমনটি জানিয়েছেন রাজধানীর ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান। বুধবার (২ অক্টোবর) সকালে তিনি এসব কথা জানান। আজ সকাল ৬টা থেকে মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, মহালয়া তিথিকে বলা হয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। এ মহালয়ার ২টি পর্ব রয়েছে। একটি হচ্ছে- পিতৃপক্ষ আর অন্যটি হচ্ছে দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষ শেষ হয়ে প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষ আর এর সূচনালগ্নকেই বলা হয় মহালয়া। আজ বুধবার থেকে শুরু হয়ে শনিবার (৫ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ পূজা উৎসবের কার্যক্রম। নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করবে থানা বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে জানা গেছে, রাজধানীর ডেমরার বাউলের বাজার, ধার্মিক পাড়া, দেইল্লা পূর্ব পাড়া, দেইল্লা পশ্চিম পাড়া, সারলিয়া চা পট্টি সংলগ্ন সারুলিয়া বাজার, ডগাইর মন্দির, ডগাইর পশ্চিম পাড়া এবং বক্সনগর- এ ৯টি পূজামণ্ডপে এক যোগে পূজা উদযাপন হবে। প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নজিরবিহীন নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সব রাজনৈতিক দলের পক্ষ থেকে।

ডেমরার সবচেয়ে বড় পূজামণ্ডপের সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা দৈনিক কালবেলাকে বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা এবার সবচেয়ে বেশি সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ডেমরা থানা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুজ্জামান ভাই তাদের লোকজন নিয়ে আমাদের সঙ্গে কুশল বিনিময় করে গেছেন, বলেছেন উনারা আমাদের সঙ্গে পূজা উৎসবে প্রতিদিন প্রহরীর মতো থাকবেন। আমরা তাদের এমন সহযোগিতায় সনাতন ধর্মের সবাই খুশি এবং কৃতজ্ঞ।

ডেমরা থানা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অনিতা মাঝি কালবেলাকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবাই খোঁজ রাখেন আমাদের এ পূজা উদযাপনের দিকে।

ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান কালবেলাকে বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে নবীউল্লাহ নবী ভাইয়ে সহযোগিতায় এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নিরাপত্তায় আমরা কঠোর ভূমিকা পালন করব। তাদের সব ধরনের সহযোগিতায় আমরা এগিয়ে আসছি। প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রহরীর মতো আমাদের নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকবে।

ডেমরা থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ডিপার্টমেন্ট তাদের নিরাপত্তার বিষয়টি দেখছে। এ ছাড়া ২টি পলিটিক্যাল পার্টিও সাপোর্ট করছে। প্রতিটি পূজামণ্ডপের নেতাদের নিয়ে একাধিকবার মিটিংও করেছি। প্রায় প্রতিদিনই পূজামণ্ডপগুলো পরিদর্শন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১০

জামায়াত প্রার্থীকে শোকজ

১১

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১২

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৩

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৪

ঢাকা কলেজে উত্তেজনা

১৫

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৬

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৭

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৮

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১৯

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

২০
X