ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরার ৯টি পূজামণ্ডপে পাহারায় থাকবে বিএনপি

পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা
পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা

৯টি পূজামণ্ডপে শুরু থেকে শেষ পর্যন্ত পাহারায় থাকবে বিএনপি। এমনটি জানিয়েছেন রাজধানীর ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান। বুধবার (২ অক্টোবর) সকালে তিনি এসব কথা জানান। আজ সকাল ৬টা থেকে মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, মহালয়া তিথিকে বলা হয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। এ মহালয়ার ২টি পর্ব রয়েছে। একটি হচ্ছে- পিতৃপক্ষ আর অন্যটি হচ্ছে দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষ শেষ হয়ে প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষ আর এর সূচনালগ্নকেই বলা হয় মহালয়া। আজ বুধবার থেকে শুরু হয়ে শনিবার (৫ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ পূজা উৎসবের কার্যক্রম। নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করবে থানা বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে জানা গেছে, রাজধানীর ডেমরার বাউলের বাজার, ধার্মিক পাড়া, দেইল্লা পূর্ব পাড়া, দেইল্লা পশ্চিম পাড়া, সারলিয়া চা পট্টি সংলগ্ন সারুলিয়া বাজার, ডগাইর মন্দির, ডগাইর পশ্চিম পাড়া এবং বক্সনগর- এ ৯টি পূজামণ্ডপে এক যোগে পূজা উদযাপন হবে। প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নজিরবিহীন নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সব রাজনৈতিক দলের পক্ষ থেকে।

ডেমরার সবচেয়ে বড় পূজামণ্ডপের সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা দৈনিক কালবেলাকে বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা এবার সবচেয়ে বেশি সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ডেমরা থানা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুজ্জামান ভাই তাদের লোকজন নিয়ে আমাদের সঙ্গে কুশল বিনিময় করে গেছেন, বলেছেন উনারা আমাদের সঙ্গে পূজা উৎসবে প্রতিদিন প্রহরীর মতো থাকবেন। আমরা তাদের এমন সহযোগিতায় সনাতন ধর্মের সবাই খুশি এবং কৃতজ্ঞ।

ডেমরা থানা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অনিতা মাঝি কালবেলাকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবাই খোঁজ রাখেন আমাদের এ পূজা উদযাপনের দিকে।

ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান কালবেলাকে বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে নবীউল্লাহ নবী ভাইয়ে সহযোগিতায় এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নিরাপত্তায় আমরা কঠোর ভূমিকা পালন করব। তাদের সব ধরনের সহযোগিতায় আমরা এগিয়ে আসছি। প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রহরীর মতো আমাদের নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকবে।

ডেমরা থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ডিপার্টমেন্ট তাদের নিরাপত্তার বিষয়টি দেখছে। এ ছাড়া ২টি পলিটিক্যাল পার্টিও সাপোর্ট করছে। প্রতিটি পূজামণ্ডপের নেতাদের নিয়ে একাধিকবার মিটিংও করেছি। প্রায় প্রতিদিনই পূজামণ্ডপগুলো পরিদর্শন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X