ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরার ৯টি পূজামণ্ডপে পাহারায় থাকবে বিএনপি

পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা
পূজা শুরুর মুহূর্তে। ছবি : কালবেলা

৯টি পূজামণ্ডপে শুরু থেকে শেষ পর্যন্ত পাহারায় থাকবে বিএনপি। এমনটি জানিয়েছেন রাজধানীর ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান। বুধবার (২ অক্টোবর) সকালে তিনি এসব কথা জানান। আজ সকাল ৬টা থেকে মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, মহালয়া তিথিকে বলা হয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। এ মহালয়ার ২টি পর্ব রয়েছে। একটি হচ্ছে- পিতৃপক্ষ আর অন্যটি হচ্ছে দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষ শেষ হয়ে প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষ আর এর সূচনালগ্নকেই বলা হয় মহালয়া। আজ বুধবার থেকে শুরু হয়ে শনিবার (৫ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ পূজা উৎসবের কার্যক্রম। নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করবে থানা বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে জানা গেছে, রাজধানীর ডেমরার বাউলের বাজার, ধার্মিক পাড়া, দেইল্লা পূর্ব পাড়া, দেইল্লা পশ্চিম পাড়া, সারলিয়া চা পট্টি সংলগ্ন সারুলিয়া বাজার, ডগাইর মন্দির, ডগাইর পশ্চিম পাড়া এবং বক্সনগর- এ ৯টি পূজামণ্ডপে এক যোগে পূজা উদযাপন হবে। প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নজিরবিহীন নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সব রাজনৈতিক দলের পক্ষ থেকে।

ডেমরার সবচেয়ে বড় পূজামণ্ডপের সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা দৈনিক কালবেলাকে বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা এবার সবচেয়ে বেশি সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ডেমরা থানা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুজ্জামান ভাই তাদের লোকজন নিয়ে আমাদের সঙ্গে কুশল বিনিময় করে গেছেন, বলেছেন উনারা আমাদের সঙ্গে পূজা উৎসবে প্রতিদিন প্রহরীর মতো থাকবেন। আমরা তাদের এমন সহযোগিতায় সনাতন ধর্মের সবাই খুশি এবং কৃতজ্ঞ।

ডেমরা থানা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অনিতা মাঝি কালবেলাকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবাই খোঁজ রাখেন আমাদের এ পূজা উদযাপনের দিকে।

ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান কালবেলাকে বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে নবীউল্লাহ নবী ভাইয়ে সহযোগিতায় এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নিরাপত্তায় আমরা কঠোর ভূমিকা পালন করব। তাদের সব ধরনের সহযোগিতায় আমরা এগিয়ে আসছি। প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রহরীর মতো আমাদের নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকবে।

ডেমরা থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ডিপার্টমেন্ট তাদের নিরাপত্তার বিষয়টি দেখছে। এ ছাড়া ২টি পলিটিক্যাল পার্টিও সাপোর্ট করছে। প্রতিটি পূজামণ্ডপের নেতাদের নিয়ে একাধিকবার মিটিংও করেছি। প্রায় প্রতিদিনই পূজামণ্ডপগুলো পরিদর্শন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিএনপির জনসভা শুরু

ঢাকা-১৬ আসন / মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুলের

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

খালেদা জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

থালা-বাসন ধোয়ার সময় এড়িয়ে চলুন এই ৫ ভুল

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১১

তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী একঝাঁক ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা

১২

বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৩

এবার বিএনপি থেকে বহিষ্কার সাবেক প্রতিমন্ত্রী

১৪

নির্বাচনী প্রচারণায় যা যা করতে পারবেন প্রার্থীরা

১৫

ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

১৬

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল

১৭

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৮

কেউ মিথ্যা বলছে কিনা বুঝবেন যেভাবে

১৯

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X