রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালি। পুরোনো ছবি
সাজেক ভ্যালি। পুরোনো ছবি

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এ তিন পার্বত্য জেলার ক্ষেত্রে এ নির্দেশনা জারি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ঘিরে বান্দরবান জেলায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত কয়েক দিনের টানা বুকিং ছিল পর্যটকদের। ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়িও আগাম বুকিং করেছিলেন পর্যটকরা। হঠাৎ সিদ্ধান্তে বুকিং বাতিল হলে পর্যটন সংশ্লিষ্টরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান তারা।

বান্দরবান জেলা আবাসিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, শারদীয় উৎসব ঘিরে বহুদিন পর বান্দরবান জেলায় পর্যটকদের ঢল নামার মতো বুকিং হয়েছিল। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল মন্দা কাটবে পর্যটন শিল্পে কিন্তু হঠাৎ নিষেধাজ্ঞায় আশার আলোয় মেঘের ঘনঘটা নেমে এলো আবারও। সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা হচ্ছে এ অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি, সরকারকে পর্যটন শিল্প রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, এর আগে অনির্দিষ্টকালের জন্য ৪ অক্টোবর থেকে সাজেকে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। এবার পুরো রাঙামাটিসহ বাকি দুই জেলাও নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেওয়ার পথে এনড্রিক

আ.লীগ নেতা বাঘা গ্রেপ্তার

সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স

১০

বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় রেলপথ অবরোধ

১১

দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৪ আমল বেশি বেশি করবেন

১২

ক্রিসমাসের হলিউড

১৩

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

১৪

সম্পদ নয়, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে : ট্রাম্প

১৫

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ দুই শতাধিক শ্রমিক

১৬

২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য নির্দেশনা

১৭

লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন

১৮

বিএনপিতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ

১৯

জমিয়তকে ৪ আসন ছাড়ের ঘোষণা বিএনপির, কোন আসনে কে

২০
X