

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সদর থানায় করা একটি মামলায় হোসেনপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি টানা দুইবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নিবার্চনে অংশগ্রহণ করে জয়লাভ করেন তিনি।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন