চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৬

জাহাজের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ছবি : কালবেলা
জাহাজের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ছবি : কালবেলা

চাঁদপুর শহরে কয়লা ঘাটে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পদ্মা অয়েলের চাঁদপুর ডিপোর ম্যানেজার মো. লোকমান কালবেলাকে বলেন, তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল অকটেন জ্বালানি তেল নিয়ে, যা চাঁদপুর ডাকাতিয়া নদীর পদ্মা তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে ২ লাখ ৬৩ হাজার লিটার পেট্রল ও ৫ লাখ ১৫ হাজার লিটার ডিজেল জ্বালানি তেল ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে খালাস করার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

তিনি আরও বলেন, পদ্মা অয়েলের ওই জাহাজে মোট ৯ কর্মী ছিলেন। বিকেলে ইঞ্জিনের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাজের পেছনের অংশ বিস্ফোরিত হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা করে।

এদিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকলিমা জাহান কালবেলাকে বলেন, ঢাকায় মো. গোলাপ মিয়াকে (৫০) রেফার করা হয়েছে। তার শরীরের প্রায় ৫০ ভাগ আগুনে পুড়ে গেছে। তবে মো. রুবেল (৩৫), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫) নামে আরও ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৩০ ভাগ আগুনে পুড়লেও এ হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল নবজাতকের

বিয়ের অনুষ্ঠানেই বিশাল টাকার মালিক দম্পতি, স্কুল নির্মাণে দান করলেন দেড় কোটি

স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে মোদির রেকর্ড

মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি!

সাজেকে যাচ্ছিলেন ৬ বন্ধু, অতঃপর...

বর্জ্যপানি বিশ্লেষণ / মেথ, কোকেইন ও হেরোইন ব্যবহারে নতুন রেকর্ড

জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে ডিএনসিসির চিঠি

বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই : ড. ইউনূস

গণমাধ্যমে লুকিয়ে থাকা গণহত্যার সহযোগীদের দ্রুত বিচার দাবি জেআরজেএর

নির্বাচনের আগে রাকসুর ফান্ড নিয়ে যত প্রশ্ন

১০

সিপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ সাকিব

১১

যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু

১২

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক 

১৩

বিমানের ভেতরে সিগারেট ধরিয়ে আসনের কভার জ্বালানোর চেষ্টা যুবতীর!

১৪

এনসিপি থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ

১৫

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

১৬

সিলেটে খাল থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৭

এবার পাকিস্তানকে মোদির কঠোর হুঁশিয়ারি

১৮

ইলিশ খেলে দূরে থাকবে এই কঠিন ৪ রোগ

১৯

১৫ আগস্ট : টিভিতে আজকের খেলা

২০
X