পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপি অফিস ভাঙচুর

রাজবাড়ীর পাংশায় বিএনপির অফিস ভাঙচুর। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশায় বিএনপির অফিস ভাঙচুর। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপক্ষের দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট্টা ইউনিয়নের পাশ্ববর্তী উপজেলার সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু গ্রুপ ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজনের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড়ে অবস্থিত সাবু গ্রুপের পাট্টা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। হারুন গ্রুপের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই সময় দুই গ্রুপের অন্তত সাতটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ বিশ্বাস বলেন, মঙ্গলবার সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে টিসিবির কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল হারুন গ্রুপের বিএনপির কর্মীরা। এ সময় আমাদের (সাবু) গ্রুপের লোকজন কার্ড ছিনিয়ে নিতে বাধা দেয়। তখন দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। সেই ঘটানার জের ধরে হারুন গ্রুপের পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলামরে নেতৃত্বে রাতে আমাদের অফিস ভাঙচুর করে এবং আমাদের সমর্থক রফিক বিশ্বাস ও লিটন বিশ্বাসের বাড়িতে হামলা করেছে।

পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, টিসিবির পণ্য বিক্রির ঘটনার পর তারা এসে বাহের মোড় বাজারে গুলি ও হাত বোমা ফাটায়। বাহের মোড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে গুলি ও হাত বোমা ফাটানোর প্রতিবাদে মিছিল করে। তারা সবাই হারুন গ্রুপের সঙ্গে বিএনপির রাজনীতি করে। এরা মিছিল করে চলে যাওয়ার পর তারা (সাবু গ্রুপের লোকজন) নিজেরাই নিজেদের অফিস ভেঙে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। অফিস ভাঙার পর আমাদের হালিম বিশ্বাস, রাজ্জাক বিশ্বাস, মিলন ও শরিফুলের বাড়িতে হামলা করেছে তারা। এ সময় শরিফুলে একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে তারা।

এ ঘটানায় পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে : ইসলামী আন্দোলন

নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

১০

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’, ছাত্রদলকে ফরহাদ

১১

জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব, একের পর এক সরকার পতন

১২

কাতারে ইসরায়েলি হামলা, বাংলাদেশিদের সতর্ক করল সরকার

১৩

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

১৪

শেষের ঝড় আর হংকংয়ের বাজে ফিল্ডিংয়ে আফগানিস্তানের বড় সংগ্রহ

১৫

দেশের বাজারে স্বর্ণের দাম আরও উচ্চতায়

১৬

থমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা

১৭

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ 

১৮

প্রতারক চক্রের ১১ ফেসবুক পেজ শনাক্ত করেছে বিএসইসি

১৯

ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা 

২০
X