নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পাহাড় কাটা নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ, একদিন পর অভিযান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

‘পাহাড় কেটে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতার’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের একদিন পর অভিযান চালিয়েছে বান্দরবান পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। ঘটনা সত্যতা পাওয়ায় চারজনের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযুক্তরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ এবং তার ভাই মোহাম্মদ উল্লাহ, আতাউল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল।

উল্লেখ্য, উপজেলা সদরে বাবার নামে তৌজিভুক্ত পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ ও পাহাড় কাটা মাটি দিয়ে সরকারি পুকুর ভরাট করেছেন তিনি। গত জুলাইয়ে এক তদন্তে পাহাড় কেটে ভবন নির্মাণ ও মাটি দিয়ে পুকুর ভরাটের সত্যতা পেয়ে তাকে চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু চিঠির নির্দেশনা উপেক্ষা করে ধার্য তারিখে তিনি চট্টগ্রাম পরিবেশ আদালতে হাজির হননি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

গত বছর বর্ষা মৌসুমের আগে থেকে তার বাবার নামে তৌজিভুক্ত পাহাড় কাটতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, কেউ পাহাড়ের দিকে তাকালে তার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখাত তাই তার বিরুদ্ধে এতদিন কেউ মুখ খোলেনি।

নাইক্ষ্যংছড়ি থানার পশ্চিমে ১৫০ গজের মধ্যে পাহাড়টির অবস্থান পাহাড়টি শফিউল্লাহর বাবা ছালে আহাম্মদের নামে রেকর্ডভুক্ত। পাহাড় কেটে করা নির্মিত দুটি ভবনের দ্বিতল পর্যন্ত ছাদ ঢালাই করা হয়েছে। পাহাড়টির পাদদেশে ও নাইক্ষ্যংছড়ির প্রধান সড়ক ঘেঁষে আশির দশকে খনন করা ৪০ শতাংশ পরিমাণ একটি সরকারি পুকুর রয়েছে। আগে গোসল করার সময় পুকুরের গভীরতা মানুষের উচ্চতার বেশি ছিল। গত বছর থেকে রাতের অন্ধকারে পাহাড় কাটা মাটি ফেলায় পুকুরটির তলদেশ ভরে গেছে। বর্তমানে ওপর থেকে ভরাটের এক-তৃতীয়াংশ।

স্থানীয় সূত্র জানায়, গত বছর থেকে রাতের বেলায় এক্সকাভেটর দিয়ে অল্প অল্প করে পাহাড় কাটছেন তিনি। তবে দিনের বেলায় পাহাড় কাটার অংশ কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। পাহাড় কাটার মাটি ফেলা হচ্ছে সরকারি পুকুরটিতে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি নিয়ে অধ্যাদেশ জারি

জুলাই অভ্যুত্থানের পর আমার ইনকাম কমেছে : হাসনাত আব্দুল্লাহ

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১০

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১১

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৩

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৪

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৫

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১৬

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১৭

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১৮

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১৯

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

২০
X