নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পাহাড় কাটা নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ, একদিন পর অভিযান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

‘পাহাড় কেটে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতার’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের একদিন পর অভিযান চালিয়েছে বান্দরবান পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। ঘটনা সত্যতা পাওয়ায় চারজনের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযুক্তরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ এবং তার ভাই মোহাম্মদ উল্লাহ, আতাউল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল।

উল্লেখ্য, উপজেলা সদরে বাবার নামে তৌজিভুক্ত পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ ও পাহাড় কাটা মাটি দিয়ে সরকারি পুকুর ভরাট করেছেন তিনি। গত জুলাইয়ে এক তদন্তে পাহাড় কেটে ভবন নির্মাণ ও মাটি দিয়ে পুকুর ভরাটের সত্যতা পেয়ে তাকে চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু চিঠির নির্দেশনা উপেক্ষা করে ধার্য তারিখে তিনি চট্টগ্রাম পরিবেশ আদালতে হাজির হননি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

গত বছর বর্ষা মৌসুমের আগে থেকে তার বাবার নামে তৌজিভুক্ত পাহাড় কাটতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, কেউ পাহাড়ের দিকে তাকালে তার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখাত তাই তার বিরুদ্ধে এতদিন কেউ মুখ খোলেনি।

নাইক্ষ্যংছড়ি থানার পশ্চিমে ১৫০ গজের মধ্যে পাহাড়টির অবস্থান পাহাড়টি শফিউল্লাহর বাবা ছালে আহাম্মদের নামে রেকর্ডভুক্ত। পাহাড় কেটে করা নির্মিত দুটি ভবনের দ্বিতল পর্যন্ত ছাদ ঢালাই করা হয়েছে। পাহাড়টির পাদদেশে ও নাইক্ষ্যংছড়ির প্রধান সড়ক ঘেঁষে আশির দশকে খনন করা ৪০ শতাংশ পরিমাণ একটি সরকারি পুকুর রয়েছে। আগে গোসল করার সময় পুকুরের গভীরতা মানুষের উচ্চতার বেশি ছিল। গত বছর থেকে রাতের অন্ধকারে পাহাড় কাটা মাটি ফেলায় পুকুরটির তলদেশ ভরে গেছে। বর্তমানে ওপর থেকে ভরাটের এক-তৃতীয়াংশ।

স্থানীয় সূত্র জানায়, গত বছর থেকে রাতের বেলায় এক্সকাভেটর দিয়ে অল্প অল্প করে পাহাড় কাটছেন তিনি। তবে দিনের বেলায় পাহাড় কাটার অংশ কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। পাহাড় কাটার মাটি ফেলা হচ্ছে সরকারি পুকুরটিতে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X