নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্ষদ্রীমালঞ্চি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন প্রামাণিক (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাগাতিপাড়া মডেল থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জিগরী ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করবেন। পরে সেখানে জানাজা শেষে তাকে ক্ষদ্রীমালঞ্চি কবরস্থানে দাফন করা হবে। তিনি এক ছেলে ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন