দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিহত সহিদুল্লাহ সরকারের বাড়িতে লাশ দেখতে লোকজনের ভিড়। ছবি : কালবেলা
নিহত সহিদুল্লাহ সরকারের বাড়িতে লাশ দেখতে লোকজনের ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুই স্থান থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির পুকুর থেকে এবং ইউসুফপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সেতুর নীচ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- দেবিদ্বার পৌর এলাকার বারেরা হেলাল গাজী সরকার বাড়ির মৃত জব্বার আলী সরকারের ছেলে সহিদুল্লাহ সরকার (৬০) এবং মুরাদনগর উপজেলার হীরাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান (৬৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, চা খেতে বেরিয়ে যাওয়ার ২ দিন পর বুধবার সকাল ৬টায় বাড়ির পাশের পুকুর থেকে সহিদুল্লাহ সরকার নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। অপর দিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার এক দিন পর সকাল সাড়ে ১১টায় উপজেলার ইউছুফপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সেতুর নীচ থেকে মিজানুর রহমান নামের অপর বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সহিদুল্লাহ সরকারের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার পর নাস্তা খেয়ে নজরুলের চা দোকানে চা খেতে ও আড্ডা দিতে যান তিনি। গায়ে জ্বর থাকায় রাত ১০টায় ওখানে তিনি মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়রা মাথায় পানি ঢেলে প্রাথমিক সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাননি। বুধবার ভোর ৬টায় সরকার বাড়ির আলীম সরকারের স্ত্রী তাহমিনা আক্তার পুকুরে কিছু একটা ভাসতে দেখেন, সন্দেহ হওয়ায় সে তার স্বামীকে ডেকে আনেন। আলীম সরকার এসে দেখেন সেটা মানুষের মরদেহ। তার চিৎকারে স্থানীয়রা এসে সহিদুল্লাহ সরকারের মরদেহ উদ্ধার করেন।

অপর ঘটনায় নিহত মিজানুর রহমানের ভাই মো. বিল্লাল হোসেন ও আলাউদ্দিন জানান, তাদের ভাই মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউছুফপুর এলাকায় সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, বারেরায় পুকুরে ভাসমান এবং ইউসুফপুরে সেতুর নিচে পাওয়া ২ বৃদ্ধের পরিচয় তাদের স্বজনরা শনাক্ত করেছেন। উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ওই দুই ঘটনায় দেবিদ্বার থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১০

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১১

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১২

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৩

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৪

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৫

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৭

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

২০
X