কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন : কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলি
এর আগে বুধবার (২ আগস্ট) রাতে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন সঞ্জয় কুমার প্রামাণিক।
হামলার ঘটনায় প্রধান আসামি জেলা জাসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনকে ওই রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
নিহত সঞ্জয় কুমার প্রামাণিক ভেড়ামার শহরের গোডাউন মোড় এলাকার দুলাল প্রামাণিকের ছেলে।
এদিকে সঞ্জয়ের মৃত্যুর সংবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিবাদে স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের গোডাউন মোড়ে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। পরে সঞ্জয়ের ওপর হামলার প্রধান আসামি জেলা জাসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের চাচা জানবার সেনেটারির ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। এ সময় ভেড়ামারা-প্রাগপুর রোডে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বন্ধ থাকে সব ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে ভেড়ামারা শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার ওসি মো. জহুরুল ইসলাম সঞ্জয় কুমার প্রামাণিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ নিয়ে তার স্বজনরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
তিনি আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধে গত ২ আগস্ট বুধবার রাত ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় সঞ্জয় গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন আরও দু’জন। অবস্থার অবনতি ঘটলে সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন