জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে মুরগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে তুচ্ছ বিরোধের জেরে নজরুল মাদবর নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাজিরা থানার ওসি আল আমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল মাদবর (৪৫) জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামের লতিফ মাদবরের ছেলে। এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ৩টার দিকে জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল মাদবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বোরহানের সঙ্গে স্থানীয় আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুলের ওপর হামলা চালায়। তাকে উদ্ধারে এগিয়ে গেলে নজরুলের বাবা লতিফ মাদবর ও ভাই সুমনকেও আহত করা হয়।

তারা আরও জানান, প্রতিবেশী হক মাদবরের সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে হক মাদবরের ছেলেরা বোরহানের সঙ্গে মিলে তাদের কুপিয়ে জখম করে।

নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির মুরগির বাচ্চা বোরহানের বাড়িতে গেলে তারা আমার স্বামী নজরুলকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এতে প্রতিবাদ করলে তারা আমার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তখন আমি ওনাকে বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার দেবর ও শ্বশুর বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের ভাই জসিম মাদবর বলেন, আমি কাজের যাওয়ার সময় শুনতে পাই বোরহানের সঙ্গে আমার ভাই নজরুলের বাকবিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন জমিসংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ হক মাদবরের ছেলেরা এসে বোরহানের সঙ্গে মিলে ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় আমার ছোট ভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক বিচার চাই।

তিনি আরও বলেন, ঘটনার পর বোরহান ও হক মাদবরের ছেলেরা তাদের নিজেদের ঘর বাড়ি কুপিয়ে ঘরের মালামাল সরিয়ে নিয়ে যায়। এখনো তারা তাদের ঘরবাড়িতে থাকা মালামাল সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন বিষয়গুলো খেয়াল রাখে।

জাজিরা থানার ওসি আল আমিন কালবেলাকে বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে লতিফ মাদবর ও তার দুই ছেলে নজরুল মাদবর, সুমন মাদবর আহত হয়। পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নজরুল ও সুমন মাদবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা পর যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১০

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১১

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১২

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৩

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৪

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৫

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৬

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৭

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৮

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

১৯

বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

২০
X