মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় কমিটি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

লাঠিসোঁঠা হাতে বিএনপির এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা
লাঠিসোঁঠা হাতে বিএনপির এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা

পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৪ নভেম্বর বিএনপি পাবনা জেলা কমিটি খাইরুন নাহার খানম মিরুকে আহ্বায়ক, ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

শনিবার বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরু ও সদস্য সচিব সালাহউদ্দিন খানের নেতৃত্বে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বোয়াইলমারী বাজারে পোঁছালে কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের কর্মী-সমর্থকরা অপর দিক থেকে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল নিয়ে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। এতে মুন্না (৩৫) হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

সাঁথিয়া উপজেলা বিএনপির সদ্য অনুমোদিত আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, উপজেলা বিএনপির গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার বিকেলে মিছিল বের হয়। এ সময় আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু ও সদস্য সচিব সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল আমার সমর্থকদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

সাঁথিয়া উপজেলা বিএনপির অনুমোদিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালাহ উদ্দিন খান বলেন, আমার নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিল শেষে বোয়াইলমারী বাজার থেকে ফেরার পথে ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ট্রাকে করে আওয়ামী লীগের লোকজনসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়। এ ছাড়া নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ কালবেলাকে বলেন, বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করি। কিন্তু তারা উভয় গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১০

হিরো আলমের ওপর হামলা

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১২

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৩

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৪

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৫

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৬

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১৮

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

১৯

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

২০
X