ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন ইউপি চেয়ারম্যান সাইদুর

ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা
ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া সদরের নতুন গরুহাটা এলাকার লাভনী ভিলার তিনতলার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত এক বছর ধরে লাভনী ভিলায় ভাড়া থাকতেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। গত বুধবার বিকেলে পারিবারিক বিষয়ে স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। তখন তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন রাতে খাবার খেয়ে তিনি দরজা বন্ধ করে ঘুমাতে যান। বাসার মালিক তাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পাওয়ায় কাঠমিস্ত্রি নিয়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন তিনি। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, পুটিজানা ইউনিয়নের বুইদ্ধা গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম আ. সোবহান সরকারের বড় ছেলে সাইদুর রহমান রয়েল দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান হওয়ার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ ছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন। তিন ছেলেসন্তান রেখে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও ছিলেন অন্তঃসত্ত্বা।

ইউপি সচিব মো. ইদ্রিছ আলী বলেন, চেয়ারম্যানের পারিবারিক কলহ দীর্ঘদিনের। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়িয়া সদরে গরুহাটা একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। পরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রকনুজ্জামান কালবেলাকে বলেন, লাশের সুরতহাল করার সময় শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বোঝা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

শোনা হবে না বিসিবির আপিল, ডাক পেতে যাচ্ছে স্কটল্যান্ড

১০

বিপিএলে নতুন ‘রাজা’ শরিফুল

১১

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই : মির্জা ফখরুল

১২

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

১৩

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ  

১৪

আরতি-পুষ্পাঞ্জলিতে বিদ্যাদেবীর আরাধনা, ‘মব’ রুখে দেওয়ার বার্তা

১৫

শরিয়া আইন নিয়ে ইসলামপন্থি দলগুলোর অবস্থান কী

১৬

ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম

১৭

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

১৮

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু 

১৯

বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি, উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা

২০
X