ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন ইউপি চেয়ারম্যান সাইদুর

ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা
ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া সদরের নতুন গরুহাটা এলাকার লাভনী ভিলার তিনতলার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত এক বছর ধরে লাভনী ভিলায় ভাড়া থাকতেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। গত বুধবার বিকেলে পারিবারিক বিষয়ে স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। তখন তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন রাতে খাবার খেয়ে তিনি দরজা বন্ধ করে ঘুমাতে যান। বাসার মালিক তাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পাওয়ায় কাঠমিস্ত্রি নিয়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন তিনি। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, পুটিজানা ইউনিয়নের বুইদ্ধা গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম আ. সোবহান সরকারের বড় ছেলে সাইদুর রহমান রয়েল দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান হওয়ার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ ছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন। তিন ছেলেসন্তান রেখে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও ছিলেন অন্তঃসত্ত্বা।

ইউপি সচিব মো. ইদ্রিছ আলী বলেন, চেয়ারম্যানের পারিবারিক কলহ দীর্ঘদিনের। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়িয়া সদরে গরুহাটা একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। পরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রকনুজ্জামান কালবেলাকে বলেন, লাশের সুরতহাল করার সময় শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বোঝা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X