ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন ইউপি চেয়ারম্যান সাইদুর

ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা
ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া সদরের নতুন গরুহাটা এলাকার লাভনী ভিলার তিনতলার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত এক বছর ধরে লাভনী ভিলায় ভাড়া থাকতেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। গত বুধবার বিকেলে পারিবারিক বিষয়ে স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। তখন তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন রাতে খাবার খেয়ে তিনি দরজা বন্ধ করে ঘুমাতে যান। বাসার মালিক তাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পাওয়ায় কাঠমিস্ত্রি নিয়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন তিনি। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, পুটিজানা ইউনিয়নের বুইদ্ধা গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম আ. সোবহান সরকারের বড় ছেলে সাইদুর রহমান রয়েল দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান হওয়ার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ ছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন। তিন ছেলেসন্তান রেখে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও ছিলেন অন্তঃসত্ত্বা।

ইউপি সচিব মো. ইদ্রিছ আলী বলেন, চেয়ারম্যানের পারিবারিক কলহ দীর্ঘদিনের। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়িয়া সদরে গরুহাটা একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরের দিন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। পরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রকনুজ্জামান কালবেলাকে বলেন, লাশের সুরতহাল করার সময় শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বোঝা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X