সাতক্ষীরার তালা উপজেলায় লূৎফর নিকারী হত্যা মামলা থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দীন এ আদেশ দেন।
আদালতে সরদার মশিয়ার রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম হায়দার, মুস্তাফিজুর রহমান জগলু ও মনিরউদ্দীন ।
আইনজীবী এসএম হায়দার বলেন, ‘মশিয়ার রহমানের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ তদন্তে সঠিক প্রমাণ হয়নি। এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
সরদার মশিয়ার রহমান তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
২০২০ সালের ১৭ আগস্ট তালা উপজেলার নলবুনিয়া বিলের সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের পাশ থেকে লূৎফর নিকারী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সরদার মশিয়ার রহমানকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা হয়।
তদন্ত শেষে সিআইডি মামলা থেকে সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত (চার্জশিট) প্রতিবেদন দেয়। আদালত তা আমলে নিলে সরদার মশিয়ার রহমান অব্যাহতি পান।
মন্তব্য করুন