পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঠিকাদারকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত সালাম মিয়া। ছবি : কালবেলা
অভিযুক্ত সালাম মিয়া। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় ঠিকাদারকে বিএনপির কার্যালয়ে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ঠিকাদারকে উদ্ধার করেছে পুলিশ। জিম্মি করে নয়, অন্যের পাওনা টাকা নিয়ে বিএনপির কার্যালয়ে মীমাংসায় বসেছিলেন বলে দাবি অভিযুক্ত যুবদল নেতার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী ঠিকাদার গোলাম মোস্তফা (লুলু) কালবেলাকে বলেন, কয়েক দিন ধরে বিএনপি নেতা কালাম মিয়া বিভিন্ন সময় আমাকে ফোন করে দেখা করতে বলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগদুলী বাজারে একটি হোটেল থেকে নাশতা খেয়ে বের হই। এ সময় বিএনপি নেতা কালাম মিয়া ও মাসুদসহ কয়েকজন আমাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে কাচারি মোড় এলাকায় বিএনপির কার্যালয়ে নিয়ে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সেখানে বিএনপি নেতা সালাম মিয়া উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একপর্যায়ে ১০ লাখ থেকে কমিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে বিএনপির অফিসে ৫-৬ ঘণ্টা আটকে রাখা হয়। এর আগে কালাম মিয়া আমাকে ফোন করে দেখা করতে বলে। বিষয়টি আমার ছেলে জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত মৌরাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালাম মিয়া কালবেলাকে বলেন, সকালে চা খাওয়ার জন্য কাচারি মোড় আসি। এখানে এসে বিএনপির অফিসের সামনে লোকজনের ভিড় দেখতে পাই। অফিসে গিয়ে দেখি ঠিকাদার লুলু ভাই বসে আছে। এ সময় মাসুদ নামের এক ব্যক্তি লুলুর কাছে পুকুর খনন করার টাকা চায়। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। পুলিশ আমাদের থানায় ডেকেছিল। এ বিষয় নিয়ে আগামী বুধবার থানায় বসার কথা রয়েছে।

পুকুর খনন কাজে ভেকু প্রদানকারী মাসুদ বলেন, ৩ বছর আগে আমি লুলু ভাইয়ের একটি পুকুর খনন করার জন্য ভেকু দিই। প্রথম দিকে তার সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা চুক্তিতে ৪ ফুট গভীর পুকুর খনন করার কথা হয়। কিন্তু তিনি আরও অতিরিক্ত ৪ ফুট পুকুর খনন করান। অতিরিক্ত ৪ ফুট পুকুর খননের টাকা আজ পর্যন্ত দেননি। বিভিন্ন সময়ে ফোন দিলে তিনি নানারকম তালবাহানা করেন। বৃহস্পতিবার সকালে বাগদুলী বাজারে তার সঙ্গে দেখা হলে তিনি কথা বলতে রাজি হননি। পরে কাচারি মোড়ে বিএনপির অফিসে বসে তার সঙ্গে টাকার বিষয়ে কথা বলি।

এ ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাচারী মোড়ে একজন ঠিকাদারকে আটক করে মারধর করছে বলে আমরা সংবাদ পাই। দ্রুত ঘটনাস্থলেগিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে জানতে পারি অভিযুক্তরা তার কাছে পুকুর খননের টাকা পাবে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনা লাদেনের খালাতো বোন : রিজভী

দেড় হাজার প্রাক-প্রাথমিক স্কুলের জন্য সুখবর, তবে…

রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান হস্তান্তর

মালাইকার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা ফিরোজ / কৌশল করলে বাংলাদেশে থাকতে পারবেন না

জিআই স্বীকৃতি পেল কুমিল্লার খাদি

চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি হাসনাতের 

র‍্যালি শেষে ফেরার পথে শ্রমিক দল নেতা নিহত

১০

বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি করবেন না : ফখরুল

১১

প্রবাসীর অর্থ আত্মসাৎ, ব্যাংকের নারী কর্মকর্তা গ্রেপ্তার

১২

ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

১৩

মানবিক করিডোর ইস্যুতে পাশ কাটাচ্ছে সরকার : তারেক রহমান

১৪

‘আমার লাখ লাখ শ্রমিক ভোটের দাবিতে ক্ষুধার্ত’

১৫

জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান বিশিষ্টজনদের

১৬

ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশুর মৃত্যু, তদন্তে নমুনা সংগ্রহ

১৭

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

১৮

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

১৯

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

২০
X