রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা সদর সাজেক ইউনিয়নের মাচালং ও বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায় বন্যার পানিতে ডুবে একই দিনে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মাচালং দিপুপাড়া এলাকায় নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা (৩৫), বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকা থেকে রাহুল বড়ুয়া (১০), খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় জুনি চাকমা (৭) এবং উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে উগলছড়ি বিল থেকে জুয়েল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : মাছের ঘের থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এ সময় তিনি বলেন, বন্যার পানিতে একসঙ্গে এত মৃত্যু খুবই বেদনার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন