সেবা নিয়ে গিয়ে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট দুই কর্মকর্তার মারধরের শিকার হয়েছেন মনির মীর (২১) নামের এক ব্যক্তি। এ সময় তাকে কিল, ঘুসি- এমনকি জুতাপেটাও করা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকায় মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির শ্রীনগর উপজেলার বালাশুর ইউনিয়নের কামারগাঁও এলাকার শামসু মীরের ছেলে।
আরও পড়ুন : গণপূর্তের প্রকৌশলীকে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
ভুক্তভোগী মনির অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসে ফিঙারপ্রিন্ট দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াই। কিন্তু বিকেল সাড়ে ৩ পর্যন্ত অপেক্ষা করেও ফিঙার দিতে পারিনি। একপর্যায়ে বিরক্ত হয়ে দরজায় জোরে ধাক্কা দিই। এতে ক্ষুব্ধ হয়ে পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শাজালাল ও আনসার সদস্য মনির ১০৬ নম্বর কক্ষে নিয়ে আমাকে প্রথমে কিল-ঘুসি ও একপর্যায়ে জুতাপেটা করেন। পরে আমি বিষয়টি উপপরিচালককে জানালে তিনি আপস-মীমাংসার চেষ্টা করেন।
তিনি আরও জানান, মারধরের বিষয়টি কাউকে না জানানোর জন্য চিকিৎসা বাবদ পাঁচ হাজার টাকা দেন ওই দুই কর্মকর্তা।
মারধরের বিষয়ে পাসপোর্ট অফিসের মো. শাহজালাল ও মনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সীগঞ্জ উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, নিচ তলায় হট্টগোলের খবর পেয়ে আমি তাদের ডেকে পাঠাই। পরে তাদের নিজেদের মধ্যে নিজেরা সমঝোতা করে ফেলেন। ওই দুই কর্মচারীদের সাবধান করা হয়েছে। যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
মন্তব্য করুন