তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও জলবায়ু উপদেষ্টা। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও জলবায়ু উপদেষ্টা। ছবি : কালবেলা

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। আমরা ছাত্র ভাইদের বুঝিয়ে এ সমস্যার সমাধান করতে চাই। আমরা তাদের কঠোর হয়ে দমন করতে চাই না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের বোঝানোর জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আপনি-আমি সবার দায়িত্ব তাদের বোঝানো। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রদের রাস্তা ব্লক করার প্রয়োজন নেই। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারেন। তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ-আলোচনা করতে পারেন। তাদের শিক্ষকরাও আলাপ করতে পারে।

উপদেষ্টা হাওরের কৃষি নিয়ে বলেন, কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে আমরা দেখতে এসেছি হাওরে বাঁধ ভেঙে ফসলের যে ক্ষতি হয়। কোথায় কোথায় বাঁধ ভেঙে ক্ষতি হয়। সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরির ব্যবস্থা করতে হবে, যাতে হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। এছাড়াও বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সবাইকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকবাহী নৌকা আসে। নৌকার এত শব্দ, এত প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কীভাবে করে- দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কতজন আসবে, কীভাবে আসবে। প্লাস্টিক আনবে কি না- এ বিষয়গুলো নিয়মের ভেতরে আনা হবে।

তিনি বলেন, হাওরের জন্য একটা মাস্টার প্লান আছে। মাস্টার প্লানের বাস্তবতা ও জনমত কেমন আছে সে বিষয়ে দেখব ও আলোচনা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১০

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১১

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১২

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৩

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৪

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৫

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৬

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৭

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১৯

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

২০
X