বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না : জামায়াত আমির

যশোরের ঝিকরগাছায় পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
যশোরের ঝিকরগাছায় পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। ধৈর্যের পরীক্ষা এখনো শেষ হয়নি। আমাদের আরও ধৈর্য ধরতে হবে। তারপরও এ দেশের দুশমন যারা তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে যশোরের ঝিকরগাছা বাজারে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে এখানে মর্যাদার সঙ্গে থাকব ইনশাআল্লাহ।

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার ধরে নিয়েছিল ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশের বন্দোবস্ত তারা নিয়ে নিয়েছে। আল্লাহ তায়ালার পরিকল্পনা ছিল ভিন্ন, তার পরিকল্পনা ছিল ২০২৪ সালের আগস্ট মাস হবে বিদায়ের শেষ ঘণ্টা বাজার সময়। তাদের অপমানিত করে আল্লাহপাক বিদায় দিতে চেয়েছেন।

তিনি আরও বলেন, আমরা দল হিসেবে মজলুম ছিলাম। এক এক করে আমাদের ১১ শীর্ষ দায়িত্বশীলকে খুন করা হয়েছে। আমাদের হাতে স্বৈরাচারের পতন হয়নি, আমাদের সন্তানদের হাতে পতন হয়েছে। আমাদের সন্তানরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল, হয় অধিকার দেও, নাহয় গুলি দেও। ৪ আগস্ট দুপুর পর্যন্ত কেউ ভাবতে পারেনি ৫ তারিখ এমন একটা বৈপ্লবিক পরিবর্তন হবে।

জামায়াতের আমির বলেন, এখনকার সরকার আমাদের সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। তারা নির্বাচিত নয়, আবার জোর করেও ক্ষমতায় বসেনি। আমরা সবাই মিলে তাদের ক্ষমতায় বসিয়েছি। তাদের জন্য দোয়া করবেন।

এর আগে যশোর চাচড়ায় একটি পথসভা শেষ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঝিকরগাছায় সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেন।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, সাবেক এমপি মকবুল হুসাইন, ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহাবুবুর রহমান, শেখ আব্দুর রকিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি রহিদুল ইসলাম খান।

এ সময় বক্তব্য দেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম মাহবুবু উল আলম মন্টু, মুফতি মাওলানা সাইফুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হামিদ, আব্দুল খালেক, জিয়াউল হক, অ্যাড. আবিদুর রহমান, কবির বিন সামাদ, অ্যাড. হাবিব কাইসারসহ বিভিন্ন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১০

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১১

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১২

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৩

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৪

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৫

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৬

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৭

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৮

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৯

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

২০
X