কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জনকে ত্রাণসহায়তা দিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার ডুলাহাজারা, ফাঁসিয়াখালী ও হারবাং ইউনিয়নের আশ্রয়কেন্দ্র এবং পানিবন্দি বাসিন্দাদের মধ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ছয় কেজি চাল, এক কেজি চিড়া, আধা কেজি মুড়ি, দেড় লিটার পানি, কেক, স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ বড়ি।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মইনুদ্দিন জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সহসভাপতি বোরহান উদ্দিন খোকন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মুন্না চৌধুরী বলেন, ‘আগের দুই দিন রান্না করা খাবার, বেড়িবাঁধ রক্ষায় কাজ করাসহ আজ ৫০০ মানুষের কাছে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’
ত্রাণ বিতরণে অন্যদের মধ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক কামরুজামান হিরু ও গাজি নাজমুল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন