সুরঞ্জিত নাগ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি। ছবি : কালবেলা
ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি। ছবি : কালবেলা

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মুহুরী নদী। মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে তিনটি স্থানে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। চার দিন ধরে প্রবাহিত বন্যার পানিতে ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণীর ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য মতে, ফুলগাজী উপজেলার ১ হাজার ১৪৫টি পরিবারের ১৪ হাজার ৫০০ বাসিন্দা ও ১ হাজার ১৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এই উপজেলার ৫৫০ হেক্টর রোপা আমন, ১৫ হেক্টর সবজি, সাড়ে ৪৪ হেক্টর আয়তনের ৩৫০টি পুকুরের ২৫ টন মাছ ভেসে গেছে। এ ছাড়া ৮৭টি হাঁস ও ২০৯টি মুরগি মারা গেছে।

এদিকে পরশুরাম উপজেলার ৫৫০টি পরিবারের ২৬ হাজার বাসিন্দা ও ৫৫০টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ১৬৫ হেক্টর রোপা আমন, ৫ হেক্টর সবজি, ৩০টি পুকুরের প্রায় ২০ টন মাছ ও সাড়ে চার টন পোনা ভেসে যায়। দুইটি মুরগি খামারের প্রায় ৯০০ মুরগি মারা যায়। এ ছাড়া প্রস্তুত থাকা ছয়টি আশ্রয়কেন্দ্রে ১০ জন মানুষ আশ্রয় নেয়।

এদিকে দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ টন চাল, নগদ ৫ লাখ টাকা, ১৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ফুলগাজীর বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করায় ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ভাঙন স্থান দিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয়রা কোনো রকমে পার হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাস্তা ও ফসলি জমির ক্ষতও দৃশ্যমান হচ্ছে। মৎস্য চাষিরা তাদের ক্ষতিগ্রস্ত পুকুরগুলোর পাড় নির্মাণের কাজ শুরু করেছে।

পরশুরামের মৎস্য চাষি আরমান হোসেন জানান, চাষের ৩টি পুকুরের অন্তত ২০ লাখ টাকার পাঙাশ ও তেলাপিয়া মাছ ছিল। বাঁধভাঙা পানিতে পুকুর ভেসে চোখের সামনেই সব মাছ চলে গেছে।

ফুলগাজীর কৃষক খালেক মুন্সি বলেন, সেচ দিয়ে ২ একর জমিতে আমন লাগিয়েছিলাম। কিন্তু গত কয়েক দিনের অতিবৃষ্টি ও বাঁধ ভাঙা পানিতে আমাদের স্বপ্ন পানির নিচে তলিয়ে গেছে।

পথচারী ফারহান মাহতাব বলেন, মূল সড়কে পানি জমে গাড়ি চলাচল না করায় তিনি প্রায় ২ কিলোমিটার পানিতে হেঁটেছেন। কোমর পর্যন্ত কাপড় ভিজে গেছে।

আগামী ১৭ আগস্টের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরীক্ষার্থী আহনাফ আকিব জানান, পরীক্ষার আর মাত্র ৬ দিন বাকি। চারদিকে থৈই থৈই পানি। ঘরে পানি, সড়কে পানি। পরীক্ষার কোনো প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।

ফেনীস্থ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, পাহাড়ি ঢলের পানি সহসাই না নামলে এসব জমির ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরির কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ শাহরিয়ার জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনটি স্থানে পানির গতি কমে গেলে বাঁধ সংস্কার কাজ করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ বলেন, নদীর নাব্যতা ও সরু হয়ে যাওয়ায় নদীতে পানির ধারণক্ষমতা কমে গেছে। ১২২ কিলোমিটার নদী খননসহ দুই পাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণে নেওয়া হয়েছে ৭৩১ কোটি টাকার মেগা প্রকল্প।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তবে এই ক্ষতির পরিমাণ ক্রমেই পরিবর্তন হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, বিগত এক যুগেরও বেশি সময় ধরে মুহুরী ও কহুয়া নদী রক্ষা বাঁধ ভাঙনে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি টেকসই বাঁধ নির্মাণের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

মিস ইউনিভার্সের নাম ঘোষণা 

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

১০

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

১১

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

১২

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৩

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

১৪

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

১৫

শিখা অনির্বাণে তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধাঞ্জলি

১৬

যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

১৭

অবহেলায় ব্যবহার অনুপযোগী ২৭২ টন সার

১৮

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৯

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা

২০
X