বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নওগাঁর বোয়ালিয়া রামকালী এলাকার মোর্শেদ (৩১) ও সরদার পাড়া এলাকার সনি (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের একটি বাসের দুই যাত্রীর কাছে ৪০০টি ইয়াবা পাওয়া যায়। এসব বিশেষ কায়দায় লুকানো ছিল।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার বলেন, ‘তাদের নামে মামলা হয়েছে। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।’
মন্তব্য করুন