ফরিদপুর জেলা ও সদর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

সেই ইউএনওকে প্রত্যাহারের প্রতিবাদ বিএনপি-জামায়াতের

ফরিদপুরের সদরপুর ইউএনও আল মামুনকে স্বপদে বহালের দাবিতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মানববন্ধন। ছবি : কালবেলা
ফরিদপুরের সদরপুর ইউএনও আল মামুনকে স্বপদে বহালের দাবিতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মানববন্ধন। ছবি : কালবেলা

‘আওয়ামী লীগ ফিরে আসবে’—এমন মন্তব্য করা ফরিদপুরের সদরপুর ইউএনও আল মামুনকে মৌখিক নির্দেশে সরানোর প্রতিবাদ করেছেন উপজেলা বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে স্বপদে বহালের দাবি জানান তারা।

এ দাবিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। সেখানে নেতারা ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ কর্মস্থলে বহাল রাখার দাবি জানাই।

কারও একক কথায় কোনোরকম তদন্ত ছাড়া এভাবে কাউকে সরানো উচিত নয় বলেও তারা মানববন্ধনে উল্লেখ করেন। এর আগে বুধবার রাতে ইউএনও আল মামুনকে প্রত্যাহারের নির্দেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএপি-জামায়াত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী বদরুজ্জামান। এ সময় আরও বক্তব্য দেন জামায়াত ইসলামী উপজেলা শাখার আমির মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা ইউএনওকে প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে বলেন, সদরপুর ইউএনওকে প্রত্যাহারের নির্দেশে দেওয়ায় উপজেলা বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। গত ৩০ নভেম্বর সদরপুরে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভায় আমরা উপস্থিত ছিলাম। আমাদের সামনে ইউএনও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তাই ইউএনওর প্রত্যাহার আদেশ ফিরিয়ে নিয়ে অভিযাগের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান তারা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়কালে ইউএনও আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান। তিনি বলেন, গত ৩০ নভেম্বর সদরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভার অনুষ্ঠান শেষে ইউএনও আল মামুন আমাকে ডেকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ও কৌশলে বলার চেষ্টা করেন, আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ ফিরে আসবে (আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো)।

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহার করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ ছাড়া বৃহস্পতিবারের (গতকাল) মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

১০

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

১১

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

১২

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

১৩

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

১৪

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

১৫

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

১৬

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

১৭

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

১৮

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

১৯

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

২০
X