রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব ফিরে পেতে সাবেক চেয়ারম্যানের আবেদন

দায়িত্ব ফিরে পেতে সাবেক চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জার আবেদন
উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জা তার দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ১১ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্যাডে এ আবেদন করেন তিনি।

এর আগে গত ৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম সচল রাখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।

আবেদনে জাহীদ মির্জা দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ার পর এলাকায় উপস্থিত থেকে যথাযথভাবে জনগণকে সেবা দিয়ে আসছেন। গত ১৯ আগস্ট ইউপি কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়, যা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর থেকে তিনি নিয়মিত পাশের গাজীপুর নামক স্থানে তার ব্যক্তিগত কার্যালয়ে বসে জনগণকে সেবা দিয়ে আসছেন।

সাবেক চেয়ারম্যান জাহীদুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত এলাকায় অবস্থান করে মানুষকে সেবা দিচ্ছি। আমার নামে কোনো মামলা-মোকদ্দমা নেই। তারপরও অদৃশ্য কারণে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব ফিরে পেতে আবেদন করেছি। আবেদনের পর জেলা প্রশাসক বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার শাখার উপপরিচালককে দায়িত্ব দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আজহারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা থাকায় তিনি পরিষদে আসেন না। জন্মনিবন্ধন ছাড়া আমরা নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদ তৈরি করে সিল দিয়ে দিলে সেবাগ্রহীতারা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে গিয়ে সই করে নিচ্ছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জাহীদ মীর্জার আবেদনের বিষয়টি সম্বন্ধে অবগত রয়েছেন জানিয়ে বলেন, তার (জাহীদ মির্জা) অনুপস্থিতির বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছি। পরে ইউপি সচিবের রিপোর্ট যাচাই-বাছাই করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

স্বামীকে বিদায় দেওয়া হলো না সানজিদার

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

টিভিতে আজকের খেলা

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

১০

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

১২

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

১৩

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

১৪

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১৫

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১৬

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৭

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৮

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৯

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

২০
X