রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব ফিরে পেতে সাবেক চেয়ারম্যানের আবেদন

দায়িত্ব ফিরে পেতে সাবেক চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জার আবেদন
উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মির্জা তার দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ১১ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্যাডে এ আবেদন করেন তিনি।

এর আগে গত ৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম সচল রাখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।

আবেদনে জাহীদ মির্জা দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ার পর এলাকায় উপস্থিত থেকে যথাযথভাবে জনগণকে সেবা দিয়ে আসছেন। গত ১৯ আগস্ট ইউপি কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়, যা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর থেকে তিনি নিয়মিত পাশের গাজীপুর নামক স্থানে তার ব্যক্তিগত কার্যালয়ে বসে জনগণকে সেবা দিয়ে আসছেন।

সাবেক চেয়ারম্যান জাহীদুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত এলাকায় অবস্থান করে মানুষকে সেবা দিচ্ছি। আমার নামে কোনো মামলা-মোকদ্দমা নেই। তারপরও অদৃশ্য কারণে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব ফিরে পেতে আবেদন করেছি। আবেদনের পর জেলা প্রশাসক বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার শাখার উপপরিচালককে দায়িত্ব দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আজহারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা থাকায় তিনি পরিষদে আসেন না। জন্মনিবন্ধন ছাড়া আমরা নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদ তৈরি করে সিল দিয়ে দিলে সেবাগ্রহীতারা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে গিয়ে সই করে নিচ্ছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জাহীদ মীর্জার আবেদনের বিষয়টি সম্বন্ধে অবগত রয়েছেন জানিয়ে বলেন, তার (জাহীদ মির্জা) অনুপস্থিতির বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছি। পরে ইউপি সচিবের রিপোর্ট যাচাই-বাছাই করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের বড় পরিচয় আমরা মানুষ : শামা ওবায়েদ

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

০২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা

এক ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার দুধ

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

১০

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

১১

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১২

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

১৩

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

১৪

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১৬

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১৭

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১৮

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৯

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

২০
X