দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে দেওয়া হয় না শ্রদ্ধাঞ্জলি, অযত্নে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ

বিজয় দিবসে দেওয়া হয় না শ্রদ্ধাঞ্জলি, অযত্নে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
অবহেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রশাসনের অবহেলায় কোনো কাজে আসছে না ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। নির্মাণ কাজ শেষের পর থেকে স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়নি এ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। অবহেলা আর অযত্নে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে স্মৃতিস্তম্ভটি।

রোববার (১৫ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় দিনের বেলায় সেখানে কাপড় শুকাতে দেওয়া হয়। স্মৃতিস্তম্ভের চারদিকে ফেলা হয় বাসা বাড়ির ময়লা-আবর্জনা। দূর থেকে দেখলে মনে হয় দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে আছে। এছাড়া নির্মাণের পর থেকে ব্যবহার না করায় ইতোমধ্যে নষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণ করা টয়লেটসহ অন্যান্য জিনিসপত্র।

এদিকে, দেবীগঞ্জের যে স্থানটিতে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি নেই সেই স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। প্রশাসনের অবহেলায় এটি ময়লার ভাগাড় হয়েছে বলেও অভিযোগ করা হয়‌।

এ বিষয়ে যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একে ভুঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি এখানে কীভাবে কার পরামর্শে করা হয়েছে আমি জানি না। এখন যেহেতু মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে সেহেতু যথাযথ মর্যাদা দেওয়া উচিত। স্মৃতিস্তম্ভে কাপড় শুকানো হচ্ছে, পাশেই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে জাতীয় বিভিন্ন দিবসগুলো বিশেষত স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসেও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, দেওয়া হয় না কোনো ধরনের শ্রদ্ধাঞ্জলি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুস সাকিব মুন বলেন, আজ থেকে চার বছর আগে এই স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য এখানে কোনো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় না। এমনকি দেবীগঞ্জ মুক্ত দিবসেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় না। সারা বছর ময়লা-আবর্জনা থাকে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, যদি এখানে কেউ ময়লা ফেলে থাকে তাহলে কাজটা সঠিক হচ্ছে না। পৌরসভার পরিষ্কার করার কথা। দেখি আমি খোঁজখবর নিয়ে পরিষ্কারের ব্যবস্থা করব।

মুক্তিযোদ্ধা এবং স্থানীয়দের দাবি, মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভটির দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে প্রতি বছর জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হোক।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের স্মৃতি চির জাগরুক রাখতে ২০১৯ সালে সারা দেশের মতো পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বাবুপাড়া সংলগ্ন সরকারি খাস জমিতে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দেবীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১০

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১১

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১২

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১৩

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

১৪

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

১৫

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

১৬

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

১৭

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

১৮

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

১৯

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

২০
X