রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিএমডিএ'র চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান

ফের বিএমডিএ'র চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান। ছবি : কালবেলা
ফের বিএমডিএ'র চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান। ছবি : কালবেলা

দ্বিতীয় দফায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন রাজশাহীর প্রবীণ আওয়ামী লীগ নেত্রী বেগম আখতার জাহান।

রোববার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আশরাফুল আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ১৩ (২) অনুযায়ী অন্যান্য কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হওয়ার কথা।

বিএমডিএ সূত্রে জানা গেছে, ৬ জুলাই ২০২১ সালে দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান বেগম আখতার জাহান। প্রথম দফা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ১৩ আগস্ট তার চুক্তির মেয়াদ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, পুনরায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম আখতার জাহান।

বেগম আখতার জাহান বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার কর্মী। আমার রাজনৈতিক জীবনে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে দু'হাত ভরে অনেক কিছু দিয়েছেন। দ্বিতীয়বারের মতো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করায় প্রধানমন্ত্রীর ও আমাদের দলের অভিভাবকের প্রতি আমি চিরকৃতজ্ঞ ও ঋণী। তার স্নেহ-মমতার কারণে আমি অনেক দূর এগিয়ে এসেছি। আমি আপার স্নেহ-মমতায় বেঁচে থাকতে চাই।'

তিনি বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।

উল্লেখ্য, প্রবীণ আওয়ামী লীগ নেত্রী বেগম আখতার জাহান ১৯৫২ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো রাজশাহীর সংরক্ষিত নারী আসন-৫ এর সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনীতির বাইরেও নারীর ক্ষমতায়নে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন বেগম আখতার জাহান। এই কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

১১

জামায়াত প্রার্থীকে শোকজ

১২

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

১৩

অপারেশন থিয়েটারের ভেতর চুলা, রান্না করছেন নার্সরা

১৪

দুটি আসনে নির্বাচন স্থগিত

১৫

৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

১৭

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

১৮

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

১৯

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

২০
X