শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩২
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী

ইউএনওর বদলি ঠেকাতে মানববন্ধন করেন এলাকাবাসী। ইনসেটে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। ছবি : কালবেলা
ইউএনওর বদলি ঠেকাতে মানববন্ধন করেন এলাকাবাসী। ইনসেটে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। ছবি : কালবেলা

বরগুনা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এতে মানববন্ধনও করেছে স্থানীয় পৌর বিএনপি, যুবদল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ইসলামী আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে আমতলী পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল খানসহ শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির বলেন, আমতলী একটা অভাগা উপজেলা। এখানে ভালো অফিসার বেশি দিন থাকে না। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেটি প্রতিরোধে ইতোমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে ইউএনও আশরাফুল আলম স্যারের কোনো বিকল্প নেই। তার মতো সৎ অফিসার উপজেলায় অন্তত আরও দুই বছর থাকা দরকার। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় মহাসড়ক অবরোধ, হরতালসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আবদুল্লাহ।

উপজেলার বাসিন্দা ওবায়েদ খান বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত করতে প্রশাসনে তার মতো জনবান্ধব কর্মকতা ভীষণ প্রয়োজন। তার অসাধারণ সততা, বিচক্ষণশীলতা এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমতলী উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখতে তাকেই আমতলীতে খুবই প্রয়োজন।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন আমতলী বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী, মফিজউদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফাতেমাতুজ জোহরা মৈত্রী ও বিভিন্ন মসজিদের ইমাম, ও মাদ্রাসার শিক্ষকরা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আমতলীতে দফায় দফায় কর্মসূচি দেয় স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা : রিজভী

বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ

২৫৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ

‘আ.লীগ ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতা করে ক্ষমতায় এসেছিল’

আজ থেকে শুরু ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা

প্রি-অর্ডার চলছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’র 

জর্ডান নিয়ে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করছেন ট্রাম্প

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

১০

‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই 

১১

অটোরিকশার সঙ্গে প্রাণও গেল নিখোঁজ কিশোরের

১২

বড় দুশ্চিন্তায় জেলেনস্কি

১৩

ইজতেমায় হামলার গুজব, আটক ব্যক্তিকে পুলিশের জিজ্ঞাসাবাদ

১৪

২ বছরের শিশুকে নিয়ে অনিশ্চয়তায় শহীদ মানিকের স্ত্রী

১৫

রংপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা, কোন আসনে কে 

১৬

একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

১৭

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

১৮

আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আযমী 

১৯

ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো সেই ঘোড়া মারা গেছে

২০
X