সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইনে অভিযান, ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকের ওপর হামলা

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযানের সময় ফটো সাংবাদিকের উপর হামলা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযানের সময় ফটো সাংবাদিকের উপর হামলা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের কর্মচারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও মাই টিভির একরামুজ্জামান জনি।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন ‘কাচ্চি ডাইনে’ আউটলেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এ সময় ‘কাচ্চি ডাইন’-এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, অ্যাপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় রেস্টুরেন্টের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের আগে রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের নোংরা পরিবেশসহ সুনির্দিষ্ট কিছু নিয়ম না মানায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী মাই টিভির ফটো সাংবাদিক একরামুজ্জামান জনি জানান, ‘অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক রান্নাঘরসহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, এসএ টেলিভিশনের ফটোসাংবাদিক জাকির হোসেন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।’

সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ‘ফটো সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। কাচ্চি ডাইনির ম্যানেজারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশ ফটো সাংবাদিকদের উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১০

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১১

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১২

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১৩

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

১৪

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

১৫

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

১৬

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

১৭

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

২০
X