বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। ছবি : কালবেলা
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে সুমা খাতুন (২৩) নামে এক তরুণী স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষপান করেছেন। রোববার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুমা খাতুন উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামের শাজাহান মোল্লার মেয়ে। বিষপানের আগে তিনি স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আমরণ অনশন করার প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এ বিষয়ে বুধবার (০৮ জানুয়ারি) সারিয়াকান্দি থানায় একটি অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে গত ২৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে সুমা খাতুনের বিয়ে হয় একই গ্রামের সাগর মিয়ার (২৫) সঙ্গে। গত ২৯ নভেম্বর ঢাকার বাইপাইল কাজি অফিসে তাদের বিবাহ রেজিস্ট্রি হয়। গত ২০ ডিসেম্বর বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সাগর মিয়া জোরপূর্বক কতিপয় দুষ্কৃতকারীর সাহায্যে সুমার কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর করায়। পরে সুমাকে প্রাণনাশের হুমকি দেয় সাগর। এক পর্যায়ে সুমা ঢাকা ছেড়ে গত ৭ জানুয়ারি নিজের গ্রামের বাড়িতে চলে আসেন।

সুমা ৪ জনকে আসামি করে গত বুধবার সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেন। এরপর রোববার সকালে সুমা সাগরের গ্রামের বাড়িতে আমরণ অনশন করার প্রস্তুতি গ্রহণ করেন। পরে পথিমধ্যে থেকে ফিরে এসে সুমা আত্মহত্যা করার উদ্দেশ্যে দুপুর ১২টার দিকে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সারিয়াকান্দি থানার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমার বড়ভাই সুজন মিয়া বলেন, ‘সাগর আমাদের অজান্তে আমার বোনকে বিয়ে করে। এখন সন্ত্রাসী ছেলেদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তালাকনামায় সই করে নিয়ে তাকে আর গ্রহণ করতে চাচ্ছে না। এ অবস্থায় সে আমরণ অনশন করার প্রস্তুতির পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয়টির আমরা সঠিক বিচার চাই।’

অভিযুক্ত সাগর মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘সুমার বিষ খাওয়ার বিষয়টি জেনেছি। তাকে আমি আবারও গ্রহণ করতে চাই।’

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ‘যেহেতু ঢাকায় ঘটনাটি ঘটেছে এবং সেখানেই ছাড়াছাড়ি হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করা খুবই মুশকিল। তবে মেয়ের নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষ খাওয়ার বিষয়টি আমরা জেনেছি এবং অভিযোগের তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

১০

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

১১

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

১২

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

১৩

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

১৫

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

১৭

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১৮

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

১৯

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X