মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের ‘দুর্নীতি’, অপসারণ চান ৭ শিক্ষক

গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের মূল ফটক। ছবি : কালবেলা
গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের মূল ফটক। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে লিখিত আবেদন দিয়েছেন প্রতিষ্ঠানটির সাতজন শিক্ষক।

সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তারা এ লিখিত অভিযোগ দিয়েছেন। মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। তিনি ২০১৪ সালের ১৪ এপ্রিল থেকে এ দায়িত্বে কর্মরত আছেন।

অভিযোগকারী ৭ শিক্ষক হলেন, ওমর ফারুক, তাজনুর ইসলাম, মিথুন চক্রবর্তী, উজ্জ্বল কুমার মন্ডল, এরশাদুল হক তুহিন, নারায়ন চন্দ্র ও আবুল খায়ের।

লিখিত অভিযোগে বলা হয়, দায়িত্ব পেয়ে তিনি ইচ্ছেমতো অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন প্রতিষ্ঠানটিকে। সম্পত্তি ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ, টিআর-কাবিখার অর্থ লোপাট ও অতিরিক্ত ফি আদায়ের অর্থ নিজের পকেটে নেন তিনি। এ ছাড়াও শিক্ষকদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটিতে সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৪ সালের ১২ এপ্রিল অধ্যক্ষ আব্দুল খালেক মারা গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এর পর থেকে তিনি শুরু করেন নানা অনিয়ম-দুর্নীতি। এতে শিক্ষার্থী সংকটে বন্ধ হয়ে যায় কলেজ শাখাটি। ধীরে ধীরে কমতে শুরু করে শিক্ষার মান ও শিক্ষার্থী।

শিক্ষকরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত এ অধ্যক্ষ ইতোমধ্যে শিক্ষক ওমর ফারুক, তাজনুর ইসলাম, মিথুন চক্রবর্তী, উজ্জ্বল কুমার মন্ডল, এরশাদুল হক তুহিন, নারায়ন চন্দ্র ও আবুল খায়েরকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করেছেন। তার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় এসব শিক্ষককে হয়রানি ও নির্যাতন করা হয়েছে বলে শিক্ষকরা দাবি করেন।

শিক্ষক ওমর ফারুক বলেন, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, প্রতিষ্ঠানের মার্কেটের ভাড়া উত্তোলন, গাছ বিক্রি ও জমি লিজের টাকা এবং উন্নয়মূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করায় আমাদের নানা হয়রানি ও নির্যাতন করছেন। একই কথা বলেন, শিক্ষক তাজনুর ইসলাম, মিথুন চক্রবর্তী, উজ্জ্বল কুমার মন্ডল, এরশাদুল হক তুহিন, নারায়ন চন্দ্র।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, ১০ বছরে প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিম্নমুখী হয়েছে। বছরে বছরে কমছে শিক্ষার্থী সংখ্যা। বর্তমানে এমন পর্যায়ে এসেছে, অনেক অভিভাবক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানের ভর্তি করাচ্ছেন। অনেক আগে বন্ধ হয়েছে কলেজ শাখাটি।

কয়েকজন অভিভাবক জানান, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি এখন টিকে থাকাই মুশকিল। শিক্ষার মান নিম্মমুখী হওয়ায় এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাঠাতেই ভাবতে হচ্ছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির ফলে আজ এ অবস্থা। শিক্ষকদের ওপর নির্যাতন, হামলা-মামলায় জর্জরিত প্রতিষ্ঠানটিকে বাঁচাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামকে অপসারণ খুবই জরুরি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, আমি ১০ বছর ধরে প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করছি। আমি অনেকবার অধ্যক্ষ নিয়োগের চেষ্টা করেছি, হামলা-মামলার কারণে নিয়োগ হয়নি। আমি ভারপ্রাপ্তের দায়িত্বে না থাকলে প্রতিষ্ঠানটি আগের জায়গায় ফেরত যাবে। তিনি বলেন, শিক্ষকদের একটি পক্ষ আমাকে সহযোগিতা করে না। এ কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।

মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষকদের নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে তাকে অপসারণে জন্য ওই সাত শিক্ষক রংপুর জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না 

শীত আরও বাড়বে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

নওগাঁয় শীতের তীব্রতায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে 

জুলাই আন্দোলনে আহত না হয়েও প্রতি মাসে ভাতা তুলছেন যুবক

চিড়িয়াখানায় সিংহের কাছে গিয়ে প্রাণ হারাল কিশোর

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ইতিহাস বদলে দিল বাংলাদেশ, যা আগে কখনো ঘটেনি

মেহেদির রং না শুকাতেই নববধূ ইলমা বিধবা

১০

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতাকে শোকজ

১১

ভেজাল গুড় খেলেই হতে পারে যেসব জটিল রোগ

১২

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

১৩

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

১৪

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

১৫

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

১৬

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

১৭

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

১৮

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

১৯

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

২০
X