দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

বেশি লাভের আশায় সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা

দেবীগঞ্জে সরিষা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ছবি : কালবেলা
দেবীগঞ্জে সরিষা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরিষা চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষের দিকে ঝুঁকছেন এখানকার কৃষকরা।

সোমবার (১৩ জানুয়ারি) দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা যায়, সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। আশানুরূপ ফলন ঘরে তুলতে শেষ সময়ে সরিষা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এলাকার সরিষা চাষিরা।

সরিষা চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের উপদ্রব কম হলে এক বিঘা জমিতে সাত থেকে আট মণ সরিষা উৎপাদিত হয়। বাজারভেদে প্রতি মণ কাঁচা সরিষা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এবং শুকনো সরিষা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। শ্রমিক খরচ তেমন নেই বললেই চলে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর বাজারে সরিষার ভালো দাম থাকায় বাড়ছে সরিষা চাষের পরিধি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত দশ ইউনিয়ন এবং এক পৌরসভায় মোট ৪ হাজার ৪৮২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ বছর সারাদেশের মতো আলু চাষ বেশি হওয়ায় গত বছরের তুলনায় ৮৪৮ হেক্টর জমিতে কম সরিষার চাষ হয়েছে। তবে সরিষার উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালুপীড় ভাঙ্গার পাড় গ্রামের ধীরেন্দ্রনাথ রায় নামে এক চাষি বলেন, এ বছর প্রথমবারের মতো এক বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার লাগিয়েছি। কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ এবং সার দিয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারেই ভালো ফলন হয়েছে। আশা করছি সরিষার ভালো দাম পাব।

সুন্দরদীঘি ইউনিয়নের মল্লিকাদহ মাঝাপাড়া গ্রামের মোস্তাফিজুর নামে আরেক চাষি বলেন, অন্যান্য ফসলের তুলনায় সরিষাতে লাভ বেশি, তাই গত কয়েক বছর ধরে সরিষার আবাদ করতেছি। গত বছর এক বিঘা জমিতে ছয় মণ সরিষা হয়। কাঁচা অবস্থায় ক্ষেত থেকে দুই হাজার দুইশত টাকা দরে ১৩ হাজার টাকায় বিক্রি করি। সরকারি প্রণোদনার বীজ ও সার পাওয়ায় সর্বমোট আড়াই হাজার টাকা খরচ হয়। এবারও সরিষা লাগিয়েছি ভালো ফলন হয়েছে।

এদিকে রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ কালবেলাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ফলন বেশি হবে বলে আশা করা যাচ্ছে। বিভিন্ন রোগ ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে পরামর্শ চলমান রয়েছে। কৃষকরা লাভবান হবে বলে আশা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X