রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

রংপুরে প্রিপেইড মিটার নিয়ে মতবিনিময় সভায় প্রতিবাদ করেন অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
রংপুরে প্রিপেইড মিটার নিয়ে মতবিনিময় সভায় প্রতিবাদ করেন অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

রংপুরে প্রিপেইড মিটার নিয়ে মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো থাকার ঘটনায় সংস্থাটির তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক অফিস আদেশ জারি করে ওই তিন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন।

বদলি হওয়া তিন কর্মকর্তার মধ্যে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ইঞ্জিনিয়ারিং) দপ্তরে বদলি করা হয়েছে। একই প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনকে নওগাঁয় ও উপবিভাগীয় প্রকৌশলী মো. ইয়াকুব আলিকে ঈশ্বরদীতে বদলি করে হয়েছে।

এর আগে গত সোমবার দুপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে আন্দোলনকারী সংগঠনের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভার শুরুতে প্রিপেইড মিটারের সুযোগ-সুবিধা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন।

এসময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিববর্ষের লোগো দেখা গেলে সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপযায়ে তীব্র হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক। এসময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নেসকোর প্রধান প্রকৌশলী (রংপুর বিতরণ অঞ্চল) আশরাফুল ইসলাম মন্ডল কালবেলাকে বলেন, এ ঘটনায় তিন কর্মকর্তাকে দপ্তর থেকে বদলি করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১০

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১২

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৩

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

১৪

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১৫

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

১৬

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

১৭

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

১৮

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

২০
X