লালমনিরহাটের হাতীবান্ধায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের পর বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শফিকুল ইসলাম পেশায় একজন বাস কাউন্টার ম্যানেজার।
গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে অভিযুক্ত শফিকুলের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। আর সেখানে ৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভিআইপি পাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, শফিকুল ইসলাম ও ভুক্তভোগী শিশুর বাড়ি পাশাপাশি। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় শফিকুল ইসলাম অনেক দিন থেকে ওই শিশুকে তার বাড়িতে এনে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম ওই শিশুকে আবারও তার বাড়িতে আনলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে ৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়।
আরও পড়ুন: জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
ভুক্তভোগী শিশুর এক আত্মীয় বলেন, শফিকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। এ বিষয়ে পরে কথা বলব।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই।
মন্তব্য করুন