দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

থানার পরিত্যক্ত জমি এখন বাহারি কৃষি বাগান

দেবীগঞ্জ থানার পরিত্যক্ত জমি এখন সবজির বাগান। ছবি : কালবেলা
দেবীগঞ্জ থানার পরিত্যক্ত জমি এখন সবজির বাগান। ছবি : কালবেলা

পুলিশের পেশার সঙ্গে কৃষি কাজের সখ্যতা খুবই বিরল। তবে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা তার ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি থানার পরিত্যক্ত জমিকে কৃষি কাজে ব্যবহার করে নতুন বার্তা দিয়েছেন।

সরেজমিনে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় গিয়ে দেখা যায়, থানার এক বিঘা পরিত্যক্ত জমি এখন শাক-সবজির বাগানে রূপ নিয়েছে। সেখানে চাষ হচ্ছে আলু, বেগুন, মুলা, পেঁপে, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোসহ বিভিন্ন ফসল। মাচা তৈরি করে লাউ, মিষ্টিকুমড়া, শসা, করলা, সিম উৎপাদিত হচ্ছে। পাশাপাশি রয়েছে আম, কাঁঠাল, কলা ও বড়ই গাছ।

থানা প্রাঙ্গণের এই সৃজনশীল রূপান্তর শুধু থানার সৌন্দর্য বাড়ায়নি, বরং আগত সেবাগ্রহীতাদের মুগ্ধ করেছে। অনেকে এই উদ্যোগ দেখে নিজেদের বাড়ির পরিত্যক্ত জমি কাজে লাগানোর অনুপ্রেরণা পাচ্ছেন।

থানায় সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন, আগে এই জায়গাগুলো ঝোপঝাড়ে ঢাকা ছিল। এখন সেখান থেকে উৎপাদিত হচ্ছে শাক-সবজি। এটি থানার পরিবেশকে আরও সুন্দর করেছে।দেবীগঞ্জ থানার পরিত্যক্ত জমি এখন সবজির বাগান। ছবি : কালবেলা

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আমি ওসি হিসেবে দেবীগঞ্জ থানায় যোগদান করার পর ডিআইজি এবং এসপি থানা পরিদর্শনে আসেন। এ সময় থানার পতিত জমিগুলো কাজে লাগিয়ে থানার সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা দেন। সে নির্দেশনার আলোকে আমি এবং আমার ফোর্স থানার পতিত জমিগুলো চাষাবাদের আওতায় নিয়ে আসি এবং বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফুলের বাগান করি।

তিনি আরও বলেন, এখানে যে সবজি বাগান রয়েছে তা শতভাগ অর্গানিক। এখানকার সবজি আমার পরিবার এবং থানার মেসের সবজি চাহিদা পূরণ করছে। এ উদ্যোগ থানায় আসা সেবাগ্রহীতাদেরও উৎসাহ দিচ্ছে নিজেদের জমি কাজে লাগানোর জন্য।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। আশা করি, এটি পতিত জমি চাষে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে।’

ওসি সোয়েল রানার এই উদ্যোগ শুধু থানার পরিবেশকেই সবুজে ভরিয়ে তুলছে না, বরং কৃষি কাজের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১০

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১১

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১২

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৪

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৬

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৭

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৮

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৯

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

২০
X