সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মিন্টু যেন বাংলার ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’

বাঁশির সুরে মুগ্ধ হয়ে মাঠেঘাটে চরে বেড়ায় হাঁসের দল। ইনসেটে ওসমান গণি মিন্টু। ছবি : কালবেলা
বাঁশির সুরে মুগ্ধ হয়ে মাঠেঘাটে চরে বেড়ায় হাঁসের দল। ইনসেটে ওসমান গণি মিন্টু। ছবি : কালবেলা

বাংলায় বহুল প্রচলিত প্রবাদ ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’ কার্যক্ষেত্রে বারবারই উচ্চারিত হয়। তবে প্রবাদের সত্যতা সর্বজনীন নয়। বাঁশির সুরে মানব মনের যে আকুতি ফুটে ওঠে তা বাস্তব অঙ্গনে কীভাবে পরিবর্তন আনে তারই উদাহরণ ওসমান গণি মিন্টু। তিনি ‘হাঁস মিন্টু’ নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।

মিন্টুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে পেছনে পেছনে মাঠেঘাটে চরে বেড়ায় হাঁসের দল। কলারোয়া উপজেলার সীমান্তবর্তী নোয়াকাটির উন্মুক্ত বিলে তাঁবু ফেলে হাঁসের খামার গড়ে তুলেছেন তিনি। আর এই হাঁসের খামার মিন্টুর ভাগ্য বদলে দিয়েছে।

সাতক্ষীরার শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ওসমান গণি মিন্টু ‘হাঁস মিন্টু’ নামে পরিচিতি লাভ করেছেন। তার বাবার নাম আরিফুল ইসলাম। তার পেছনে ছুটে বেড়ানো হাঁসের দলের এমন অভূতপূর্ব দৃশ্য দেখতে যাচ্ছে উৎসুক জনতাও। এমন দৃশ্য রীতিমতো অবাক করেছে স্থানীয়দেরও। শুধু বাজারের কৃত্রিম খাদ্যমুক্ত হাঁস পালনই নয়, বরং হাঁসের সঙ্গে অনন্য মিতালী গড়ে তুলে এলাকায় তাক লাগিয়েছেন মিন্টু। এই হাঁস চাষ করেই স্ত্রী, দুই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মিন্টু দুই বছর আগে গরুর খামারে প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হওয়ার পর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে হাঁস পালনের দিকে মনোনিবেশ করেন। বর্তমানে তার খামারে প্রায় ১৫০০টি হাঁস রয়েছে। ওসমান গনি মিন্টু মিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা মতো বাঁশির সুরে হাঁস পালন করে এলাকায় পরিচিতি লাভ করেছেন। তিনি বাঁশি বাজিয়ে হাঁসদের আহ্বান করেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

ওসমান গনির মিন্টুর ইচ্ছা প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসকে গণভবনে হাঁস উপহার দেওয়ার পাশাপাশি সুদমুক্ত ঋণের দাবি করেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাঁস পালনের ভিডিও ছড়িয়ে পড়লে একজন প্রবাসী সহযোগিতা পাশাপাশি দেখতে আসবেন বলে জানান মিন্টু।

মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে হাঁস পালন করছেন এবং এতে তার হাঁসগুলো সহজেই তার নির্দেশনা মেনে চলে। ইতিমধ্যে তিনি দুবার হাঁস বিক্রি করেছেন। হাঁস বিক্রির টাকা দিয়ে ৬টি গরু কিনেছেন তিনি।

নিজের জীবনের বিভিন্ন বর্ণনা দিয়ে তিনি জানান, হাঁস পালন করতে এসে অনেকের হাসি-ঠাট্টার পাত্র হয়েছেন তিনি। তেমন কি শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে যেতে চেয়েছিল। মাত্র দু’বছরের ব্যবধানে সেই শ্বশুরবাড়ি এলাকায় নোয়া কাঠির মাঠে হাঁস চরিয়ে বেড়াচ্ছেন তিনি। তার এই সফলতা দেখতে সকাল-সন্ধ্যা ভিড় জমায় স্থানীয়রা।

মিন্টু বলেন, ‘হাঁস পালন করে আমি সফল হয়েছি। আমি চাই বাংলাদেশের বেকার যুবকরা চাকরির পেছনে না ঘুরে হাঁস বা গাভি পালনের মতো বিভিন্ন কৃষি খাত নিয়ে কাজ করলে এগিয়ে যেতে পারবেন।’ এভাবে তিনি হাঁস পালন করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন এবং এলাকায় ‘হাঁস মিন্টু’ নামে পরিচিতি পেয়েছেন।

নোয়াকাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও জামের আলী জানান, মন্টু মিয়ার হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশির শব্দ শুনে হাঁস যখন পিছে পিছে যায় দেখতে খুবই ভালো লাগে। প্রতিদিন সকাল-বিকেল এই দৃশ্য দেখার জন্য ২ জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। মন্টু মিয়াকে অনেক ধন্যবাদ জানান তারা।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহবুবুর রহমান বলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা মিন্টু মিয়া। তার হাঁস পালন দেখে ও তার থেকে দীক্ষা নিয়ে হাঁস লালন-পালনের মাধ্যমে বেকারত্ব দূর করতে পারেন। নিজেদের সমস্যা সমাধান করে তারা আত্মনির্ভরশীল হবেন আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X