কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশায় দিনরাত কাজ করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। দীর্ঘদিন ধরে সন্দ্বীপে বহুমুখী জনসেবা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি এখন স্থানীয় জনগণের অতি আপনজন ও পরিচিত মুখ। চট্টগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মিল্টন ভুঁইয়া বিভিন্ন দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, মিল্টন ভুঁইয়া বহির্বিশ্বে কূটনৈতিক অঙ্গনের পাশাপাশি বিএনপির তৃণমূল সংগঠনসহ সামাজিক ও মানবিক কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি আমেরিকার নিউইয়র্ক ও ওয়াশিংটনে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক। বিএনপি ঘোষিত সব আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। তবে তিনি তার জন্মভূমি সন্দ্বীপবাসীর জীবনমান উন্নয়নে চিন্তামগ্ন থাকেন। অতি সম্প্রতি মিল্টন ভুঁইয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘদিনের দাবি সন্দ্বীপ ফেরিঘাট নতুনভাবে নির্মাণ ও চালু হয়েছে। এতে করে দ্বীপবাসীর দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা যেমন দূর হয়েছে তেমনই ব্যবসা-বাণিজ্যে নতুন প্রাণ ফিরে এসেছে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সন্দ্বীপে বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী শহীদ ও আহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিল্টন ভুঁইয়া। তিনি আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের ও শহীদ পরিবারকে নানাভাবে সহায়তা করেছেন। এছাড়া সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতালসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে অবদান রেখে আসছেন মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েও সাধারণ মানুষের পাশে ছিলেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া বলেন, সন্দ্বীপবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করা আমার জীবনের অঙ্গীকার। সেই লক্ষ্যে আমি প্রস্তুত। আমি দলের দুর্দিনে জনগণের পাশে ছিলাম এখনো আছি, আগামীতেও থাকবো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেন, তবে আমি জনগণের সমর্থন নিয়ে এ আসনটি পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করেন, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এবং জনগণের আস্থা অর্জন করতে পারায় মিল্টন ভুঁইয়া ধানের শীষের যোগ্য প্রার্থী হতে পারেন। তাকে প্রার্থী করা হলে কোনো বিরোধ থাকবে না এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১০

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১১

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১২

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৩

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

১৪

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

১৫

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

১৬

প্রিন্স রূপে শাকিব খান

১৭

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

১৮

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

১৯

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

২০
X