ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে হরতালের ডাক বিএনপির

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে হরতালের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়ন সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে তা বাতিল করেন। জেলার এমন হঠকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে৷’

জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা হঠাৎ করেই ভোট স্থগিতের ঘোষণা দেন, যা নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন।

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।’

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

০২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা

এক ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার দুধ

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

১০

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১১

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

১২

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

১৩

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৪

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১৫

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১৬

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১৭

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৮

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৯

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

২০
X