কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

৩১ দফার প্রচারে সিরাজদিখানে বিএনপির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের একাংশ। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের একাংশ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির আয়োজনে শেখরনগর গোপালপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, মাসুম অর রশিদ, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, মোহাম্মদ আমিন উদ্দিন চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হুসাইন রকি প্রমুখ।

মতবিনিময় সভায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সিরাজদিখান উপজেলা বিএনপির এই সভাপতি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনে প্রশিক্ষণ কর্মশালা করে উপজেলার ১৪টি ইউনিয়নের নেতা-কর্মীদের পারদর্শী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

১০

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

১১

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১২

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৪

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১৫

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

১৬

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

১৭

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

১৮

ভেনেজুয়েলায় তেল ছাড়াও রয়েছে বিপুল স্বর্ণ ও খনিজ ভাণ্ডার

১৯

ভিন্নরূপে শহিদ কাপুর

২০
X