রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগ

সাংবাদিক সুজন মাহমুদ। ছবি : কালবেলা
সাংবাদিক সুজন মাহমুদ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সুজন মাহমুদ নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজিবপুর বাজার কম্পিউটার গলিতে ওই সাংবাদিকের ওপর হামলা হয়। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমানের অনুসারী বলে জানান সাংবাদিক সুজন।

এর আগে গত ৩ জানুয়ারি উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমানের নামে একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘স্ব-পদে বহাল অধ্যক্ষ, নেপথ্যে উপজেলা বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন সুজন।

সুজন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমানের নামে নিউজ করায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও কৃষক দলের সদস্য সচিব মো. কাশেম তার বাসায় গিয়ে অপহরণের হুমকি দিয়েছিল। ৫ জানুয়ারি সুজন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান, শামীম আহম্মেদ, সোহেল রানা, সাব্বির হোসেন ও মো. আবুল কাশেমের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

সুজন মাহমুদ কালবেলাকে বলেন, রোববার সন্ধ্যা ৬টায় রাজীবপুর বাজারে গিয়ে আমার সহকর্মীদের সঙ্গে বাজারে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (নেভী), সাব্বির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফি আলম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবদল কর্মী রুবেল, ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল-মামুনসহ অন্তত ৩০ থেকে ৩৫ জনের একটি দল আমার ওপর আক্রমণ করে। এ সময় সঙ্গে থাকা আমার সহকর্মীরা আমাকে হামলার হাত থেকে রক্ষা করে একটি দোকানে বসিয়ে রাখে। মারমুখী দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকেও আমাকে আক্রমণ করে।

তিনি আরও বলেন, হামলাকারীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল-মামুন আমাকে হুমকি দিয়ে বলেন, ‘তোর কতবড় সাহস তুই নিউজ করস আবার থানায় অভিযোগ দিস। তোরে আজকে তোর কোন বাবা বাঁচায় দেখব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক সুজনসহ কয়েকজন সাংবাদিক গলিতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ৩০ থেকে ৩৫ জন সুজনের ওপর হামলা চালায়।

উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা কালবেলাকে বলেন, সুজন আমাদের এলাকার ছেলে, আমরা তাকে ছোট ভাইয়ের মতো দেখি। কিন্তু ৫ আগস্টের পর সে বিএনপি নেতাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই ঘটনায় আমরা বাজারে তার কাছে জানতে গিয়েছিলাম সে আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতার বিরুদ্ধে লেগেছে কিনা। এর বাইরে তার সঙ্গে কিছুই ঘটেনি। আপনি সরেজমিনে তদন্ত করে দেখেন।

রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান মুঠোফোনে বলেন, আমি নির্বিবাদী মানুষ। বর্তমানে জেলা বিএনপির কমিটির কাজে জেলার নেতাদের সঙ্গে ঢাকায় অবস্থান করছি। উপজেলায় ওই সাংবাদিকের সঙ্গে কী ঘটেছে আমি জানি না। তবে আমার অনুসারীরা যদি কোনো সাংবাদিকের সঙ্গে খারাপ কিছু করে থাকে তবে আমি গিয়ে তার বিচার করব।

তিনি আরও বলেন, উপজেলায় বিএনপির নানা লোকজন রয়েছে। কেউ কেউ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ঝামেলা করছে। এসব বন্ধ করার জন্য আমি উপজেলায় ফিরে ব্যবস্থা নেব।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, সাবেক সভাপতি মোখলেছুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় যুবদলের কয়েকজন নেতাকর্মী এবং ওই সভাপতির লোকজনের মধ্য ধাক্কাধাক্কি হয়। এ সময় সুজন মাহমুদ নামের এক সাংবাদিকের ওপর পূর্বের কোনো ক্ষোভ থেকে তাকে কয়েকজন লোক লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ 

অনলাইনে শীর্ষে কালবেলা 

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ঠেকাতে ঘণ্টাব্যাপী লাঠিচার্জ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থন ১৪ জুলাই

১০

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতার

১১

‘কনজুমার খাত ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে’

১২

চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

১৩

জুলাইকে উপজীব্য করে একাডেমিক প্রকল্পের উদ্যোগ নিয়েছি : ঢাবি ভিসি 

১৪

ফিলিস্তিনের জন্য শোক বই, জমা পড়েছে ৮০০০ লেখা 

১৫

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫

১৬

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য 

১৭

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

১৮

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

১৯

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

২০
X