শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বিভিন্ন দোকানপাট। ছবি : কালবেলা
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বিভিন্ন দোকানপাট। ছবি : কালবেলা

শেরপুরে বনভোজনের বাসে থাকা এক মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ও শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আটক করে সাতজনকে। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে এক মেয়েকে উত্ত্যক্ত করে সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক। পরে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই উত্ত্যক্তকারীকে মারধর করে। এরপর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ ঘটনায় রাতে কুসুমহাটি বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর জের ধরে শনিবার সকালে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুপক্ষের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়। সকাল থেকেই দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযানে সাতজনকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার মুখ্য সংগঠক মোর্শেদ জিতু বলেন, সামান্য ঘটনার জের ধরে এত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। একটা পক্ষ এদের উসকে দিয়ে শান্ত শেরপুরকে অশান্ত করছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতেই পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকেও মাইকিং করে জড়ো হয়েছিল। পরে পুলিশ মোতায়েন করে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধী যারাই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আইনের উপযুক্ত প্রয়োগ নিশ্চিত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১০

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১১

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১৭

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১৮

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৯

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

২০
X