গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় থামানোর সংকেত দেওয়া দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে প্রাইভেটকার দিয়ে চাপা দিয়েছেন চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনস্টেবল মো. সাফায়েত হোসেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার পোনা চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত কনস্টেবল মো. সাফায়েত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, পরে প্রাইভেটকারটি উপজেলা পরিষদ এলাকার শহীদ মিনারের পূর্ব পাশে রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক রয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুল রহমান মুরাদ কালবেলা জানান, বিকেল ৩টায় কনস্টেবল সাফায়ত হোসেন পোনা চেকপোস্টে ডিউটিরত ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন তিনি। গাড়ি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে মো. সাফায়েত হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে মো. সাফায়েত হোসেন গুরুতর আহত হলে তাকে উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক মনে হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন