ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা দাবির অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

জামায়াতে ইসলামীর কর্মী জাকির হোসেন। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর কর্মী জাকির হোসেন। ছবি : সংগৃহীত

সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগে জেলা জামায়াতে ইসলামীর কর্মী জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৬২নং ধারার ২ উপধারা অনুযায়ী জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত জাকির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামের জহির আহমদের ছেলে। তিনি ফেনী পৌর জামায়াতের নিষ্ক্রিয় কর্মী ছিলেন বলে সংগঠন সূত্রে জানা যায়।

জানা গেছে, রোববার অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে পরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, কত টাকা দিতে হবে জাকির হোসেনের কাছে জানতে চান মাহমুদুল হাসান। জবাবে জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে বলে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কি-না জিজ্ঞেস করেন। এ ছাড়া এর আগে ওসির জন্য দেওয়া এক লাখ দিয়েছেন কি-না জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান কালবেলাকে জানান, বহিষ্কৃত জাকির হোসেন মিয়া জামায়াতের শহর শাখার একজন নিষ্ক্রিয় কর্মী ছিলেন। যেহেতু তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সে জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের ৬২নং ধারার ২ উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি তদন্ত ইকবাল হোসেন কালবেলাকে জানান, আমরা ফাঁস হওয়া অডিওটি শুনে পর্যালোচনা করা হচ্ছে। টাকা দিয়ে কোনো অপরাধী তার অপরাধ থেকে বাঁচতে পারবে না। এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, এলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

রোহিঙ্গাদের আরও ৫০ লাখ ডলার অনুদান দক্ষিণ কোরিয়ার

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি প্রমাণিত হলে যে শাস্তি

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার

খুমেক হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান 

জিনপিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে কী কথা হলো ট্রাম্পের?

ফর্টিফাইড রাইস উৎপাদন বিষয়ে দুদিনের প্রশিক্ষণ

ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, উত্তাল ক্যাম্পাস

১০

কফিন থেকে হুট করে ভেসে এলো শব্দ, অতঃপর...

১১

‘ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই’

১২

রাতের জামতৈল স্টেশন যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য

১৩

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

১৪

‘সুখবর’ পেলেন বিএনপির আরও ৬৫ নেতা

১৫

পোস্টাল ব্যালট / ভোট দিতে ৩১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৬

বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত

১৭

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : রিজভী 

১৮

গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মারা গেছেন

১৯

২৪ ঘণ্টায় বিশ্বে ১৩৩ ভূমিকম্প

২০
X