নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নানা অভিযোগে ওসিকে স্ট্যান্ড রিলিজ

স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি মহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি মহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে নানা অপকর্মের হোতা মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মহিদুল ইসলামকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করেন।

এ স্ট্যান্ড রিলিজের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাইয়ের পর কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মহিদুল ইসলাম। এরপর নানা অপকর্মে জড়িয়ে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। ওই এলাকার ঝুট ব্যবসার হাত বদলের পর ঝুটের দাম কমানোর কথা বলে স্থানীয় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেন ওসি মহিদুল। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত নভেম্বর মাসে তাকে প্রত্যাহার করা হয়েছিল।

কিন্তু অদৃশ্য খুঁটির জোরে সেই প্রত্যাহার ঠেকিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন ওই ওসি ও তার টিম। তার অপকর্মের সংবাদ প্রকাশ হলে ওই ওসি আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই ব্যবসায়ী ও তার স্বজনদের ভয়ভীতিসহ নানা হুমকি দেন। এরপর তার সহযোগী ইউসুফ আলী রানাকে বাদী করে আদালতে একটি সিআর মামলা করান ওই ওসি।

এর পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি কালিয়াকৈর থানায় ওই ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও তার শ্বশুর কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ কে আজাদকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়। এছাড়াও ওই ওসির নির্দেশে এএসআই হাবিবুর রহমান হাবিব ফোনে যমুনা কোম্পানির কাভার্ডভ্যানচালক সবুজ সরকারকে ফাঁড়িতে যেতে বলেন। পরে তিনি গত ১০ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই ফাঁড়িতে যান।

পরে তালাকপ্রাপ্ত ২য় স্ত্রী অভিযোগ দিয়েছে জানিয়ে তার কাছে ২ লাখ টাকা দাবি করে ফাঁড়ি পুলিশ। এত টাকা দিতে অনীহা প্রকাশ করায় পুলিশ তাকে মারধর করে। খবর পেয়ে তার ১ম স্ত্রী সেলিনা ফাঁড়ি পুলিশকে ৫০ হাজার টাকা দেন। কিন্তু দাবিকৃত টাকার কম দেওয়ায় ওসি মহিদুল, এএসআই হাবিবুরসহ তিন পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে ১ম স্ত্রীর সামনে অমানবিক নির্যাতন করেন।

ওই সময় মারধর থামানোর জন্য আরও ১০ হাজার টাকা পুলিশ দাবি করলে তার স্ত্রী আরও ৫ হাজার টাকা ব্যবস্থা করে দেন। তারপরও শান্ত হননি ওসি মহিদুল ও তার টিম। দাবিকৃত টাকা না পেয়ে দুদিন আটকে রেখে গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় তাদের স্বামী-স্ত্রীকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে ফাঁড়ি পুলিশ। ২য় স্ত্রী ইতি মামলা করতে অস্বীকার করলে ফাঁড়ি পুলিশ রাতেই তার বড় বোন হাফিজা বেগমকে বাদী করে একটি ধর্ষণ মামলা করায়।

ওই মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৬ নভেম্বর সবুজকে তালাক দেন তার ২য় স্ত্রী ইতি। তালাকের পর প্রলোভন দেখিয়ে ৭ নভেম্বর এবং ২৬ নভেম্বর একাধিকবার ধর্ষক করে তালাকপ্রাপ্ত সবুজ। গত ১২ ডিসেম্বর সবুজকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ৪৩ দিন জেল খাটার পর ২২ জানুয়ারি আপসনামার মাধ্যমে জামিনে বের হন সবুজ।

এরপর ফাঁড়ি পুলিশের অমানবিক নির্যাতনের বিচার চেয়ে ওইদিন ভুক্তভোগী সবুজ সরকারের ১ম স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে গাজীপুর পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ওই মৌচাক ফাঁড়ি পুলিশ ও তাদের সমর্থিত লোক দিয়ে বাদী ও তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতিসহ হুমকি দেন। এছাড়াও ওই ওসির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। নানা অভিযোগের প্রেক্ষিতে অবশেষে গত মঙ্গলবার সন্ধ্যায় মৌচাক পুলিশের ইনচার্জ সেই ওসির স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এ বিষয়ে জানতে ওই ওসি মহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ কালবেলাকে জানান, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করার বিষয়টি শুনেছি। তবে কী কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে সেটা জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১০

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১১

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১২

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৩

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৪

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

১৫

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

১৬

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১৭

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১৮

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১৯

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

২০
X